E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বন্যায় ৪টি উপজেলার ৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

গাইবান্ধার বন্যা পরিস্থিতির অবনতি : ৮০ হাজার লোক বন্যায় ক্ষতিগ্রস্ত

২০১৫ আগস্ট ২৫ ১৭:৫৫:০১
গাইবান্ধার বন্যা পরিস্থিতির অবনতি : ৮০ হাজার লোক বন্যায় ক্ষতিগ্রস্ত

গাইবান্ধা প্রতিনিধি : পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গাইবান্ধা জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এদিকে করতোয়া নদীর পানি ২৫ সে. মি. বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার ৫ সে. মি. এবং ব্রহ্মপুত্রে এখন ২৬ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদীর পানি অপরিবর্তিত রয়েছে।

ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানিতে নিমজ্জিত হওয়ায় জেলার ৪টি উপজেলার ৫৫টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে শুধুমাত্র ফুলছড়ি উপজেলার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন বন্ধ। এদিকে ঘাঘট নদীর পানি হু-হু করে বাড়ছে। সুন্দরগঞ্জের বামনডাঙ্গা বাজারটি জলমগ্ন হয়ে পড়ায় ক্রেতা-বিক্রেতারা দুর্ভোগে পড়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যায় এ জেলার সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও গাইবান্ধা সদর উপজেলার ১৭টি ইউনিয়নের ৬৭টি গ্রামের ৮০ হাজার মানুষ পানিবন্দী হয়ে দূর্ভোগ পোহাচ্ছে। এছাড়া এ পর্যন্ত ১১ কি. মি. সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২ হাজার ২শ’ ৪২ হেক্টর জমির ফসল পানিতে ডুবে গেছে। এছাড়া জরুরী ত্রাণ সাহায্য বাবদ জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ৫২ মে. টন খাদ্য শস্য এবং ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

(আরই/পি/অাগস্ট ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test