E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় ২ জনকে পিটিয়ে হত্যা: ৩০০ জনের বিরুদ্ধে মামলা
 

২০১৫ আগস্ট ২৫ ১৮:২০:০৮
সাতক্ষীরায় ২ জনকে পিটিয়ে হত্যা: ৩০০ জনের বিরুদ্ধে মামলা 

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভূমিহীন জনপদ বৈরাগীর চক ও চিংড়িখালিতে সন্ত্রাসী হামলা ও দু’জনকে পিটিয়ে হত্যার অভিযোগে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার কালীগঞ্জ থানার সহকারি উপপরিদর্শক সাগর হোসেন বাদি হয়ে হত্যা ও অস্ত্র আইনে এ মামলা দুটি করেন।

প্রতিটি মামলায় ৬৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামী করা হয়েছে। দু’টি মামলায় উভয়পক্ষের আটজনকে গ্রেফতার দেখানো হয়েছে। নিহত দু’ ভূমিদস্যুর লাশ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ভূমিহীন এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে ভূমিহীন জনপদে বোমা হামলার পর দু’ ভূমিদস্যুকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার এড়াতে চিংড়িখালি, বৈরাগীর চক, কাশিবাটি, নওয়াপাড়া, কাজলা, ইন্দ্রনগর, আশাশুনি উপজেলার বসুখালিসহ কয়েকটি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। আবুল হোসেনসহ ৫২ জনের নাম উল্লেখ করে সোমবার রাতে অভিযোগ দিলে পুলিশ তা গ্রহণ না করে থানা থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ করেছেন নিহত আশরাফ মীরের স্ত্রী ফজিলা বেগম।

গ্রেফতারকৃত হলেন, বৈরাগীর চকের বাসিন্দা নেছার শেখের ছেলে রেজাউল ইসলাম, আব্দুল পাড়ের ছেলে মনিরুল ইসলাম, বরকতুল্লার ছেলে নূর হোসেন, জনাব আলীর ছেলে আব্দুর রশীদ ও ভাঙানমারি গ্রামের কোরবান আলীর ছেলে সেকেন্দার আলী, ভূমিদস্যু কাশিবাটি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আবু বক্কর (৬০), নিহত আশরাফ মীরের ছেলে হাবিব ও সৈয়দ আলীর ছেলে বাবলুর রহমান।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক মোঃ শহীদুল্লাহ জানান, উপজেলার বৈরাগীর চক ও চিংড়িখালিতে বসবাসরত ভূমিহীনদের উচ্ছেদ করে নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে ভূমিদস্যু আশরাফ মীরের নেতৃত্বে সন্ত্রাসীরা সোমবার ভোরে মুহু মুহু বোমা ও গুলি ছোঁড়ে। একপর্যায়ে গোলা বারুদ ফুরিয়ে যাওয়ায় ভূমিহীনরা আশরাফ মীর , ইছহাক পাড়ও আবু বক্করকে একটি পাইপগান, দু’টি বন্দুকের গুলি ও দু’টি বোমা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। সকাল সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে আশরাফ মীর ও ইছহাক পাড়কে মৃত বলে ঘোষণা করা হয়। সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আশরাফ মীর ও তার শ্যালক ইছহাক পাড়ের লাশ নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তিনি আরো জানান, গণপিটুনিতে দু’জন নিহত ও তাদের কাছ থেকে পাইপগান ও গুলি উদ্ধারের ঘটনায় সহকারি উপপরিদর্শক সাগর হোসেন বাদি হয়ে মঙ্গলবার থানায় দু’টি মামলা (২৯ ও ৩০ নং) দায়ের করেছেন। প্রতিটি মামলায় ৬৬ জনের নাম উল্লেখসহ ৩০০জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। হত্যা মামলায় পাঁচজন ভূমিহীনকে ও অস্ত্র মামলায় সদর হাসপাতালে চিকিৎসাধীন তিন সন্ত্রাসীকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ভূমিহীন জনপদে শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন রয়েছে। তবে অভিযোগ না নিয়ে আশরাফ মীরের স্বজনদের বের করে দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, অভিযোগপত্রটি পড়ার পর প্রত্যক্ষদর্শীদের বর্ণনা বহির্ভুত বেশ কিছু লোকের নাম অহেতুক জড়ানোর বিষয়টি তাদের নজরে আসায় পুলিশ বাদি হয়ে মামলা করার সিদ্ধান্ত নেয়।

(আরএনকে/এসসি/আগস্ট২৫,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test