E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় বিচারকের বাসার গৃহকর্মী শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

২০১৫ আগস্ট ২৫ ১৮:৫৩:০৩
সাতক্ষীরায় বিচারকের বাসার গৃহকর্মী শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি : বিচারিক হাকিম নুরুল ইসলামের বাসায় নয় বছরের শিশু বিথীর উপর অমানুষিক নির্যাতনের প্রতিবাদ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানবন্ধন কমসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের জজ কোর্টের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন কর্মসূচী থেকে অবিলম্বে কাজের মেয়ে বিথী উপর নির্যাতনের ঘটনায় জড়িত সাতক্ষীরা বিচারিক হাকিম মো. নুরুল ইসলাম, তার স্ত্রী নাতাশা বেগম এবং তার শ্বাশুড়ি বিউটি বেগমের নামে মামলা দায়ের, তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সাতক্ষীরার বিশিষ্ট মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কহিনূর ইসলাম, সাংবাদিক কল্যাণ ব্যাণার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, দক্ষিণের মশাল পত্রিকার নির্বাহী সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সাবেক কলেজ অধ্যক্ষ সুভাষ সরকার, ওবায়দুস সুলতান বাবলু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি মো: আবু সায়ীদ, প্রভাষক ইদ্রিস আলী, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত প্রমুখ।

বক্তারা বলেন, গত বুধবার বিকেলে বিচারক নুরুল ইসলামের সাতক্ষীরা শহরের পলাশপোল ঠাকুরপাড়ার আকরাম হোসেনের ভাড়া বাসা থেকে কাজের মেয়ে বিথীকে মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র শাহ, সহকারি পুলিশ সুপার আনোয়ার সাঈদ, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ অসুস্থাবস্থায় তাকে উদ্ধার করেন। সাথে সাথে শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। মেয়েটির কঙ্কলসার শরীরে কমপক্ষে ২৫টি নতুন ও পুরাতন আঘাতের চিহ্ন ও দগদগে ঘা ছিল। তার শরীরের একাধিক স্থানে গরম ছ্যাঁকা দেয়া হয়েছে। বিচারক নুরুল ইসলামকে বাঁচানোর নামে হাসপাতালে চিকিৎসাধীন বীথির কাছ থেকে ২২ ধারার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এমনকি নির্যাতনের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে গায়ে ইলেকট্রিক শক ও বাথরুম থেকে পড়ে ওইসব ক্ষতের সৃষ্টি হয়েছে বলে মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা সাতক্ষীরা প্রেসক্লাবে লিখিতভাবে জানিয়ে ঘটনা বর্হিভুত লেখা প্রকাশ ও প্রচার করার জন্য দূঃখ প্রকাশ করার জন্য সাংবাদিকদের লিখিতভাবে জানান। বক্তারা অবিলম্বে বিচারিক হাকিম নুরুল ইসলামসহ জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

(আরকে/পি/অাগস্ট ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test