E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জে সাত খুন

গণশুনানিতে সাক্ষ্য দিলেন র‌্যাব-পুলিশের তিন সদস্যসহ ৫ জন

২০১৪ মে ২৩ ০৮:৫২:৫৭
গণশুনানিতে সাক্ষ্য দিলেন র‌্যাব-পুলিশের তিন সদস্যসহ ৫ জন

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের পৌর কাউন্সিলর নজরুলসহ সাত হত্যাকাণ্ডের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত সরকারের তদন্ত কমিটির কাছে র‌্যাব ও পুলিশ সদস্যসহ পাঁচজন সাক্ষ্য দিয়েছেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্কিট হাউসে বৃহস্পতিবার বিকালে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

তদন্ত কমিটির প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলীসহ কমিটির সদস্যদের কাছে সাক্ষ্য দেন র‌্যাব-১১ এর সদস্য কামালউদ্দিন, কোর্ট পুলিশের দুই সদস্য ওমর ফারুক ও রফিকুল ইসলাম। এছাড়া ঘটনার প্রত্যক্ষদর্শী শহীদুল ইসলাম ও তার মেয়ে রাবেয়া আকতার আঁখিও গণশুনানিতে সাক্ষ্য দেন।

গত ২৭ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর নজরুল ইসলাম তার সহযোগীদের নিয়ে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আসেন। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে কোর্ট পুলিশের কনস্টেবল ওমর ফারুক ও রফিকের কাছে সোপর্দ করে লোকজন। পরে র‌্যাব-১১-এর সদস্য কামালউদ্দিন নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে ওই ব্যক্তিকে ছাড়িয়ে নেন। এ কারণে এ তিনজনের সাক্ষ্যগ্রহণ করা হয়। এছাড়া ঘটনার প্রত্যক্ষদর্শী শহীদুল ইসলাম ও তার মেয়ে রাবেয়া আকতার আঁখিও গণশুনানিতে সাক্ষ্য দেন।

এর আগে ১২ ও ১৫ মে নারায়ণগঞ্জ সার্কিট হাউস ও ১৭ মে সিদ্ধিরগঞ্জের পাওয়ার হাউসের গেস্ট হাউসে গণশুনানি অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় ১৮ মে নারায়ণগঞ্জ সার্কিট হাউসে গণশুনানিতে সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আগামী সোমবার নারায়ণগঞ্জ সার্কিট হাউসে আবারও গণশুনানি হবে।

(ওএস/এইচআর/মে ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test