E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি বিপদ সীমার ৬৮ সেন্টিমিটার উপরে

২০১৫ আগস্ট ২৬ ১৪:২৫:৩২
সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি বিপদ সীমার ৬৮ সেন্টিমিটার উপরে

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি কমতে শুরু করেছে। যমুনা নদীর পানি ২ সেন্টিমিটার কমে এখন বিপদ সীমার ৬৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমতে শুরু করলেও জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

পানি বন্দি রয়েছে জেলার নদী তীরবর্তী সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার প্রায় ৩৫ টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। এসব এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি পানিবাহিত নানা রোগের লক্ষণ।

বন্যায় তলিয়ে গেছে শত শত হেক্টর ফসলি জমি। বন্যা দূর্গতদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন করে নগদ ২ লক্ষ ২৫ হাজার টাকা এবং ৭৫ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। আর দূর্গতদের জন্য জেলায় এখন পর্যন্ত ৬ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে যাতে আশ্রয় নিয়েছে প্রায় ১৫২ টি পরিবার।

(এসএস/এসসি/আগস্ট২৬,২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test