E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও সড়ক হুমকির মুখে

২০১৫ আগস্ট ২৬ ১৭:০৭:১৬
গোবিন্দগঞ্জে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও সড়ক হুমকির মুখে

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধা’র গোবিন্দগঞ্জ উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। অর্ধ-শতাধিক গ্রামের বাড়ি-ঘরে পানি ঢুকে পড়েছে। শত শত একর জমির বিভিন্ন ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুরের লক্ষ লক্ষ টাকার মাছ ।

অব্যাহত পানি বৃদ্ধি ও ভাঙ্গনে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও গুরুত্বপূূর্ণ সড়ক হুমকির মুখে পড়েছে । ভাঙ্গন এলাকাগুলো স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

সরেজমিনে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখাগেছে, গোবিন্দগঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত করতোয়া ও বাঙ্গালী নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পৌরসভার খলসি, চাঁদপুর খলসি, বোয়ালিয়া , চাষকপাড়া, পুরাতন গোবিন্দগঞ্জ, ফুলবাড়ি ইউনিয়নের রঘুনাথপুর, মালাধর, ফতেউল্লাপুর, দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী , গোসাইপুর, হাতিয়াদহ, রাখালবুরুজ ইউনিয়নের বিষপুকুর, কাজিপাড়া, তালুককানুপুর ইউনিয়নের সুন্দইল, সমসপাড়া, চন্ডিপুর, তাজপুর, ছয়ঘড়িয়া, মহিমাগঞ্জ ইউনিয়নের বোচাদহ, পুনতইড়, গুমানিগঞ্জ ইউনিয়নের কাইয়াগঞ্জ , তরফমনু, শাপমারা ইউনিয়নের তরফকামাল, নরেঙ্গাবাদ, গোসাইপুর, কামারদহ ইউনিয়নের বকশিচর সহ প্রায় অর্ধ-শতাধিক গ্রামের বাড়ি-ঘরে বন্যার পানি ঢুকে পড়েছে। সেই সাথে পানিতে তলিয়ে গেছে শত শত একর জমির ধান, মরিচ, পটল, বেগুন, কলা, পেঁপে সহ বিভিন্ন ফসলের জমি । ভেসে গেছে ১০/১৫টি পুকুরের লক্ষ লক্ষ টাকার মাছ। পানির তীব্র স্রোতের কারণে করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পৌর এলাকার খলসি, ফতেউল্লাপুর, শাকপালা, শাপমারা ইউনিয়নের তরফকামাল, নরেঙ্গাবাদ, গোসাইপুর, গুমানিগঞ্জ ইউনিয়নের কাইয়াগঞ্জ, তরফমনু, মহিমাগঞ্জ ইউনিয়নের দেওয়ানতলা ব্রীজ সংযোগ সড়কসহ বিভিন্ন পয়েন্টে ভাঙ্গন দেখা দিয়েছে। গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের কাইয়াগঞ্জ এলাকায় ভাঙ্গন দেখা দেয়ায় আঞ্চলিক মহাসড়কটি হুমকির সন্মুখীন হওয়ায় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাগন পরিদর্শন করে জরুরী ভিত্তিতে সড়ক রক্ষায় পাইলিং শুরু করার নির্দ্দেশ দিয়েছে বলে জানা গেছে। অন্যদিকে মহিমাগঞ্জের দেওয়ানতলায় মহিমাগঞ্জ-বোনারপাড়া সড়ক সেতুর সংযোগ রাস্তাটি ভাঙ্গনের মুখে পড়েছে।

মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান জানান, জরুরী ভিত্তিতে ব্যক্তিগত উদ্যোগে ভাঙ্গণের মুখে পড়া রাস্তাটি রক্ষা করতে গাছের গুড়ি দিয়ে পাইলিং করা হচ্ছে। এদিকে প্রতিদিনই পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী তীরবর্তী বিভিন্ন এলাকার বাড়িঘর, রাস্তাঘাট ফসলের ক্ষেত, প্লাবিত হচ্ছে।

(এসআরডি/এএস/আগস্ট ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test