E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরকারের টোল না থাকলেও মাস্তানদের টোল দিতে হচ্ছে

২০১৫ আগস্ট ২৬ ১৯:৩৮:১৯
সরকারের টোল না থাকলেও মাস্তানদের টোল দিতে হচ্ছে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: দুই বছর হয়েছে গ্রাম্য বাজার বসেছে। সরকার এখনও বাজারে মালামাল কেনাবেচায় টোল নির্ধারন করেনি। কিন্তু তারপরও গ্রাম্যব্যবসায়ীদের কাছে টোল আদায় করছে প্রভাবশালীরা।

টাকা দিতে না চাইলে ব্যবসায়ীদের লাঞ্চিত হতে হচ্ছে। পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে প্রতি শনিবার টোল আদায়ের নামে চলছে চাঁদাবাজি। আদায়কারী প্রভাবশালীরা ব্যবসায়ীদের কাছ থেকে ইচ্ছে মতো টাকা আদায় করছেন।

এ চাঁদা আদায় বন্ধে ব্যবসায়ীসহ গ্রামবাসীরা কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দফতরে আবেদন করেছেন। কিন্তু তাতেও চাঁদা আদায় বন্ধ হয়নি।

ব্যবসায়ীদের অভিযোগ, গত দুই বছর ধরে স্থানীয় প্রভাবশালীদের মদদে এই টাকা আদায় করা হচ্ছে। যা ভাগবাটোয়ারা হচ্ছে রাতের বেলা। প্রতি শনিবার হাজার হাজার টাকা এভাবে আদায় হলেও স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের লোকজন কেউ ওই চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। ব্যবসায়ঈদের দাবি টোল যদি দিতে হয় সরকারকে দেব, মাস্তানদের দেব কেন ?

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, এ ব্যাপারে জড়িতদের ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(এমকেআর/এলপিবি/আগস্ট ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test