E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় বন্যা পরিস্থিতির উন্নতি, চাল ও অর্থ দিলো জেলা প্রশসান

২০১৫ আগস্ট ২৬ ২০:২৭:০৫
নওগাঁয় বন্যা পরিস্থিতির উন্নতি, চাল ও অর্থ দিলো জেলা প্রশসান

নওগাঁ প্রতিনিধি :  টানা দু’দিন স্থিতিশীল থাকার পর বুধবার থেকে নওগাঁর বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বুধবার সকালে আত্রাই নদীর পানি আত্রাই পয়েন্টে বিপদ সীমার ৮০ সেন্টিমিটার থেকে কমে গিয়ে ২২ সেন্টিমিটার এবং ছোট যমুনা নদীর পানি বিপদসীমার ২৬ সেন্টিমিটার থেকে কমে গিয়ে ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এদিকে আত্রাই উপজেলার শাহাগোলা, ভোঁপাড়া, মনিয়ারী ও আহসানগঞ্জ ইউনিয়ন, রানীনগর উপজেলার গোনা ইউনিয়ন এবং মান্দা উপজেলার নুরুল্যাবাদ, কসব ও বিষ্ণুপুর ইউনিয়নের বন্যা উপদ্রুত কয়েক হাজার মানুষ এখনও পানিবন্দী জীবনযাপন করছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সত্যব্রত সাহা জানিয়েছেন, বন্যায় আত্রাই ও রানীনগর উপজেলায় ১ হাজার ৬শ’ ৯০ হেক্টর জমির রোপা আমন, ৪শ’ হেক্টর জমির বোনা আমন, ১১০ হেক্টর জমির আউশ ধান এবং ৩৫ হেক্টর জমির শাকসবজি পানিতে তলিয়ে গেছে।

নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহেদী-উল-শহিদ জানিয়েছেন, আত্রাই, রানীনগর ও মান্দা উপজেলার বন্যা দুর্গতদের সাহায্যার্থে জেলা প্রশাসনের উদ্যোগে ৩৮ মেট্রিকটন চাল এবং নগদ ৭৫ হাজারা টাকা বিতরন করা হয়েছে। এছাড়া আত্রাইয়ে পুলিশ সুপারের উদ্যোগে বন্যার্তদের মাঝে চাল-ডাল বিতরণ করা হয়েছে।

(বিএম/পি/অাগস্ট ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test