E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি

২০১৫ আগস্ট ২৭ ১৭:৪৮:২৫
গোবিন্দগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া ও বাঙ্গালী নদীর পানি অব্যাহত বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে।

এতে করে গোবিন্দগঞ্জ পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ইতোমধ্যে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ ও হাসপাতালে চত্বরে পানি ঢুকে পড়েছে। এছাড়া পৌরসভার, খলসী, আরজি, ববনপুরসহ উপজেলার দরবস্ত ইউনিয়নের গোশাইপুর, সাতানা বালুয়া, বগুলাগাড়ী, সাপমারার সাহেবগঞ্জ, চকরহিমাপুর, গুমানীগঞ্জের তরফমনু, তরফকামাল ফুলবাড়ীর ফতেউল্লাপুর গ্রামের ঘরবাড়ী ও ফসলি জমি বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

গুমানী গঞ্জের কাইয়াগঞ্জ, রাখালবুরুজের বিশপুকুর, মহিমাগঞ্জের বোচাদহ গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের তরফকামাল এলাকা চরম হুমকির সন্মুখীন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার সকালে মহিমাগঞ্জের বালুয়ায় বাঁধ ভেঙ্গে বাড়িঘর, ফসলের ক্ষেতসহ পুরো এলাকা প্লাবিত হয়েছে। সরকারী হিসেবে বন্যায় গতকাল বুধবার পর্যন্ত ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪০টি গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে।

উপজেলা কৃষি অফিসার মোছাঃ ছাহেরা বানু জানান বন্যার পানির নিচে তলিয়ে গেছে প্রায় ২২৫০ হেক্টর জমির রোপা আমনসহ বিভিন্ন ফসল।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহিরুল হক জানান বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য এ পর্যন্ত ১৫ মেঃ টন চাল ও ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হান্নান বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরন করেছেন।

(এসআরডি/এলপিবি/আগস্ট ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test