E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় আদিবাসী তরুণীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

২০১৫ আগস্ট ২৭ ২০:৩৫:০৩
নওগাঁয় আদিবাসী তরুণীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে আদিবাসী তরুণী আপন খালাতো বোনকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে ধর্ষক খালাতো ভাই শ্রী পলাশ কুজুরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, নগদ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। ধর্ষণে সহযোগিতা করা এবং ধর্ষিত তরুণীকে জোড় করে গর্ভপাত ঘটানোর দায়ে ৩ নারীকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং নগদ ১ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ২ মাস করে সশ্রম কারাদণ্ড দণ্ডিত করা হয়। বৃহস্পতিবার বিকেল ৩টায় নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক(জেলা জজ) ও,এইচ, এম, ইলিয়াস হোসাইন জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত ০৭-০২-১৪ তারিখ বেলা ২টার সময় জেলার বদলগাছী উপজেলার মাহমুদপুর গ্রামের শ্রী পলাশ কুজুর তার নিজ বাড়িতে ডেকে এনে আপন খালাতো বোন কলেজ পড়ুয়া তরুণী তৃষ্ণা তিগ্যাকে বিয়ের প্রলোভন দিয়ে উপর্যুপরী ধর্ষণ করে। এক পর্যায় তৃষ্ণা গর্ভবতী হয়ে পড়লে ধর্ষকের মা কিরন টপ্য, বৌদি বাসন্তি ও বোন রিক্তা কুজুরের সহযোগীতায় গত ০৭-০৭-১৪ তারিখে জোড় করে গর্ভপাত ঘটানো হয়। গত ০৫-০৯-১৪ তারিখ বিকেল ৪ টায় স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রকাশ্য বৈঠকে পলাশ তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এব্যাপারে থানা কর্তৃপক্ষও মামলা গ্রহণ করেনি। অতঃপর ধর্ষিতা তৃষ্ণা তিগ্যা বাদী হয়ে আদালতে আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০এর ৯(১)/৩০ ধারায় মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি অন্তে আদালত উপরোক্ত রায় ঘোষণা করেন। মামলাটি পরিচালনা করেন, রাষ্ট্রপক্ষে পিপি এ্যাডভোকেট মোঃ নাহিদ মোর্শেদ (বাবু) ও আসামি পক্ষে এ্যাডভোকেট মোঃ আজাহার আলী।

(বিএম/পি/অাগস্ট ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test