E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় অভিভাবকদের কুপিয়ে জখম

২০১৫ আগস্ট ২৭ ২১:৪৯:৫৬
লোহাগড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় অভিভাবকদের কুপিয়ে জখম

লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দু’জন অভিভাবককে কুপিয়ে জখম করেছে এক মাদকাসক্ত বখাটে। আহতদেরকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার দিঘলিয়া ইউপির কুমড়ি পূর্বপাড়ায়।

অভিভাবকদের সূত্রে জানা গেছে, উপজেলার কুমড়ি পূর্বপাড়ার আজিজ খানের মেয়ে ও কুমড়ি মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফসানা মিম(৯)কে স্কুলে আসা যাওযার পথে একই গ্রামের নাজেম মোল্যার মাদকাসক্ত বখাটে ছেলে বাবুল মোল্যা(২৫) প্রায়ই উত্যক্ত করে আসছিল। বুধবার সকালে মিম স্কুলে যাওয়ার পথে ফের ওই বখাটে তাকে আবারও উত্যক্ত করে। মিম উত্যক্তের প্রতিবাদ করলে বাবুল তাকে ধাওয়া দেয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উত্যক্তের বিষয়ে মিমের পিতা আজিজ খান ওই বখাটে বাবুল মোল্যাকে জিজ্ঞাসা করলে সে উত্তেজিত হয়ে ওঠে এবং আজিজ(৩০)কে ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।এসময় আজিজ খানের ভাতিজা বাকি বিল্লাহ খান (২১) ঘটনার প্রতিবাদ করলে তাকেও ওই বখাটে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে লোহাগড়া থানার উপ পরিদর্শক শিমুল দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(আরএম/পি/অাগস্ট ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test