E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশাশুনিতে সাঈদী মুক্তি মঞ্চের সঞ্চালক গ্রেফতার

২০১৫ আগস্ট ২৭ ২২:০৩:৪৬
আশাশুনিতে সাঈদী মুক্তি মঞ্চের সঞ্চালক গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমানকে (৫০) জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। বুধবার সন্ধ্যায় তাকে গ্রামবাসি আটক করে প্রতাপনগর ইউনিয়ন পরিষদে আটক রাখে। বৃহষ্পতিবার দুপুরে তাকে ২০১৩ সালের ২ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত ইউনিয়নের তালতলা বাজারে সাঈদী মুক্তি মঞ্চের সঞ্চালক হিসেবে পুলিশে সোপর্দ করা হয়। গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা প্রতাপনগর গ্রামের কোমর উদ্দিনের ছেলে।

আশাশুনি থানার উপ-পরিদর্শক আওয়াল হোসেন জানান, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণা করার পর ১৮ দলের নেতা কর্মীরা সাতক্ষীরাসহ দেশজুড়ে সহিংসতা চালায়। এরই অংশ হিসেবে ওই বছরের ২ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত প্রতাপনগর ইউনিয়নের তালতলা বাজারে সাঈদী মুক্তি মঞ্চ পরিচালনা করা হয়। এ সময় সঞ্চলক হিসেবে দায়িত্ব পালন করেন আতিয়ার রহমান। দীর্ঘদিন ধরে তিনি পালিয়ে ছিলেন। বৃহষ্পতিবার দুপুরে তাকে জনতা আটক করে ইউনিয়ন পরিষদে রেখে দেয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে । তার বিরুদ্ধে থানায় একাধিক সহিংসতার মামলা রয়েছে।

এদিকে আতিয়ার রহমান জানান, তিনি নিজ এলাকায় একটি এনজিও পরিচালনা করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর এলাকায় ফিরে এলে সঞ্চয়কারি ও ঋণ গ্রহীতারা তাকে আটক করে বুধবার সন্ধ্যায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদে আটক রাখে। বৃহষ্পতিবার দুপুরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। তিনি সাঈদী মুক্তি মঞ্চের সঙ্গে কোন ভাবেই জড়িত থাকার কথা অস্বীকার করেন।

(আরএনকে/এসসি/আগস্ট২৭,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test