E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর মান্দায় মাদ্রাসায় বিদ্যুতায়িত হয়ে ৩ ছাত্রীর মৃত্যু, আহত ২০

২০১৫ আগস্ট ২৭ ২৩:২৬:২০
নওগাঁর মান্দায় মাদ্রাসায় বিদ্যুতায়িত হয়ে ৩ ছাত্রীর মৃত্যু, আহত ২০

নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার নওগাঁর মান্দায় আবাসিক একটি মহিলা হাফেজিয়া মাদ্রাসায় বিদ্যুতায়িত হয়ে ৩ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো, উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুর রশিদের কন্যা রাবেয়া (১২) ও দুর্গাপুর গ্রামের আলম হোসেনের কন্যা আশা মিম (১৪)। নিহত অপর শিক্ষার্থীর পরিচয় পাওয়া যায়নি।

ঘটনায় ওই মাদ্রাসার আরো ২০জন শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সতীহাট তমিজ উদ্দিন চকদার শিশু সদন ও মহিলা হাফেজিয়া মাদ্রাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

এদিকে মাদ্রাসাটিতে কিভাবে বিদ্যুতায়িত হলো, স্থানীয়রা তা নিশ্চিত করে জানাতে পারেননি। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, মাদ্রাসার দোতালার সিঁড়ির রেলিং এ যেসকল শিক্ষার্থী স্পর্শ করেছে তারাই বিদ্যুৎপৃষ্ট হয়েছে। হঠাৎ এ ঘটনায় মাদ্রাসা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদটি ছড়িয়ে পড়লে শতশত মানুষ ঘটনাস্থলে ছুটে যান। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সন্ধ্যায় চিকিৎসকরা উপরোক্ত ওই ৩ শিক্ষার্থীকে মৃত ঘোষনা করেন।

আহত শিক্ষার্থীরা হলো, জয়নব (১৫), শামীমা (১৪), নাফিয়া (১৩), খোদেজা (১০), জান্নাতুন (১৩), সাদিয়া (১২), বৃষ্টি (১২), আঁখি (১৩), বৃষ্টি (১৬), হাবিবা (১২), বিলকিস (১৪), মিম (১৪), ফাতেমা (১১), মারিয়া (১২), আরিফা (১১), কারিনা (১৪), মরিয়ম (১৫)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীর রয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাত পৌনে ৮টায় এ রিপোর্ট লেখার সময় আহত শিক্ষার্থীদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ।
উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান খান জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি মর্মান্তিক উল্লেখ করে তিনি বলেন, তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(বিএম/এসসি/আগস্ট২৭,২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test