E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় ৭ বছরের শিশুকে নির্যাতন

২০১৫ আগস্ট ২৮ ১৮:১৪:৩৩
কলাপাড়ায় ৭ বছরের শিশুকে নির্যাতন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :সাত বছরের এক শিশুকে নির্যাতন ও নিখোঁজের ঘটনায় পুলিশ জাকির আকন (৩০) এক ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ার মহীপুর পুলিশ তদন্দ কেন্দ্রের পুলিশ তাঁকে আটক করে কলাপাড়া থানায় প্রেরন করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের বরকতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক ছাত্রীকে (৭) বাদাম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে নির্যাতন করে একই গ্রামের হামেদ আকনের ছেলে দুই সন্তানের জনক জাকির আকন। গত রবিবার বিকালে এ ঘটনায় শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে টাকার প্রলোভন দেখিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে জাকিরের পরিবার। কিন্তু শিশুটির শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার শিশুটিকে গোপনে চিকিৎসার জন্য পটুয়াখালী নিয়ে যায় জাকিরের স্ত্রী তাছলিমা। কিন্তু গত চার দিনেও ওই শিশুটির আর সন্ধান পাওয়া যাচ্ছে না। শিশুটি এখন কোথায় আছে তা জানাতে পারছে না পুলিশ ও তাঁর পরিবারের সদস্যরা। এ ঘটনায় শিশুর পরিবারের সদস্যরা এখন হন্য হয়ে তাঁকে খুঁজছে।

নিখোঁজ শিশুটির প্রতিবেশীরা জানান, শিশুটির মা ও বাবা দুজনই বাক প্রতিবন্ধী। নানা বাড়িতে থেকে শিশুটি লেখাপড়া করে। শিশুটির মা অন্যের বাসায় বাসায় পানি টানে ও বাবা দিনমজুরী করে জীবিকা নির্বাহ করে। তাঁরা আরও জানান, রবিবার বিকালে নির্যাতনের শিশুর কান্না শুনে তার গোপনাঙ্গ থেকে রক্ত ঝড়তে দেখেছেন এবং জাকির তাঁকে মারছে বলে শিশুটি কান্না করে সবাইকে বলেছে।
মহীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. মনিরুজ্জামান জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জাকিরকে আটক করে কলাপাড়া থানায় প্রেরন করেছেন।

কলাপাড়া থানার ওসি মো. আজিজুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাঁরা পটুয়াখালীর বিভিন্ন হাসপাতালে খবর নিয়েছেন। কিন্তু সেখানে শিশুটিকে ভর্তি করা হয়নি। তাই জিজ্ঞাসাবাদের জন্য জাকিরকে আটক করা হয়েছে। শিশুটি উদ্ধার হলে এ ঘটনার মূল রহস্য বের হয়ে আসবে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে বলে তিনি জানান।

(এমকেআর/এসসি/অঅগস্ট২৮,২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test