E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version




নবাবগঞ্জে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

২০১৫ আগস্ট ২৮ ২০:২৩:৫৯
নবাবগঞ্জে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জের সরাইপাড়া গ্রামের মঞ্জিলা আখতার মিতু (২০) নামের এক গৃহবধূর শুক্রবার রহস্যজনক মৃত্যু ঘটেছে। স্বামীর দাবী মিতু নিজে নিজেই শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। তবে নিহতের পরিবারের দাবি মিতুকে তার স্বামী পরিকল্পিতভাবে কেরোসিনের আগুনে পুড়িয়ে হত্যা করেছে।

মঞ্জিলা আখতার মিতু উপজেলার সরাইপাড়া গ্রামের মঞ্জুর আলমের স্ত্রী এবং একই উপজেলার শালটি মুরাদপুর গ্রামের মাহবুবুর রহমানের মেয়ে। নিহতের স্বামী মঞ্জুর আলম বলেন, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১১টায় মোবাইল ফোন করাকে কেন্দ্র করে স্ত্রী মিতুর সাথে তার কথা কাটাকাটির এক পর্যায়ে সে ক্ষিপ্ত হয়ে ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয়। এ সময় পরিবারের লোকজন দরজা ভেঙ্গে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রংপুর নিয়ে যাওয়া হয়। সেখানেই সে মারা যায়।

মিতুর পিতা মাহাবুবুর রহমান বলেন, উপজেলার সরাইপাড়া গ্রামের মৃত শামছুদ্দিন মন্ডলের ছেলে মঞ্জুর আলমের সাথে তার মেয়ে মঞ্জিলা আখতার মিতুর বিয়ে দেয়ার সময় মঞ্জুর বেকার ছিল। তিনি তার টাকায় মঞ্জুরকে হাকিমপুর উপজেলার বিশাপাড়া মাদ্রাসায় অফিস সহকারী পদে চাকুরি নিয়ে দেয়া হয়। কিছুদিন থেকে মোটরসাইকেলের জন্য মঞ্জুর তার মেয়ে মিতুকে বিভিন্নভাবে চাপ দেয়াসহ শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। মঞ্জুর আলমেই তার মেয়েকে পরিকল্পিতভাবে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি হত্যা না অত্মহত্যা লাশের ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তদন্ত সাপেক্ষে বলা যাবে।

(এসিজিএ/পি/অাগস্ট ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test