E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জকিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ

২০১৫ আগস্ট ২৮ ২১:২৭:২৯
জকিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জের কাজলাসার ইউপি চেয়ারম্যান রশিদ বাহাদুরের বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ করেছেন ইউনিয়নের ৬ জন ওয়ার্ড সদস্য। বুধবার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে তারা এ অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখ রয়েছে, গত চার মাস থেকে ইউনিয়ন পরিষদের মাসিক সভা না করে রেজুলেশনে নিজের লোক দিয়ে সদস্যদের স্বাক্ষর করছেন। সদস্যগণ বারবার ইউনিয়ন পরিষদের সচিব ও চেয়ারম্যানকে সভা আহবানের অনুরোধ করলেও সভা আহবান করা হয়না। এলজিএসপিসহ যেকোন ধরণের বরাদ্ধ আসলে কোন মিটিং না ডেকে চেয়ারম্যান নগদ টাকা বন্টন করে দেন। পরে সচিবের কাছ থেকে জোরপূর্বক রেজুলেশন বই এনে নিজে লিখে নেন। উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত এ অভিযোগপত্রে স্বাক্ষর করেন, ২নং ওয়ার্ড সদস্য মো. আব্দুস সালাম, ৩নং ওয়ার্ড সদস্য এবাদুর রহমান, ৭নং ওয়ার্ড সদস্য আব্দুল আহাদ, ৯ নং ওয়ার্ড সদস্য রাতুল বিশ্বাস, সংরক্ষিত ওয়ার্ড ৪, ৫ ও ৬নং সদস্যা জয়া বালা বিশ্বাস, ৭, ৮ ও ৯নং ওয়ার্র্ড সদস্য লিলা বালা বিশ্বাস, এ ব্যাপারে ইউনিয়ন চেয়ারম্যান রশীদ বাহাদুর বিগত রমজানে মাসিক সভা হয়নি স্বীকার করে বলেন, আমরা মাসিক সভা করলেও পরিষদের কিছু সংখ্যক সদস্য ছাড়া বাকিরা উপস্থিত থাকেন না। কোন ধরণের বরাদ্ধ না থাকলে তারা সভাগুলোতে আসে না।

(এসপি/পি/অাগস্ট ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test