E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় বাল্যবিবাহ মুক্ত করার লক্ষ্যে কর্মকৌশল ও সংলাপ অনুষ্ঠিত

২০১৫ আগস্ট ২৯ ১৬:০২:৩০
সাতক্ষীরায় বাল্যবিবাহ মুক্ত করার লক্ষ্যে কর্মকৌশল ও সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করার লক্ষ্যে কর্মকৌশল ও কর্মসূচি প্রণয়ণে অংশীজন সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ডিজিটাল সম্মেলনকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা পরিষদের আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আব্দুস সাদীর সভাপতিত্বে সংলাপে অংশ নেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক সুভাষ চৌধুরী, কল্যাণ ব্যানার্জি, অসীম চক্রবর্তী, বরুণ ব্যানার্জী, হাফিজুর রহমান মাসুম প্রমুখ।

বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিক, আইনজীবী, জনপ্রতিনিধি, কাজী, পুরোহিতসহ সামাজিক দায়িত্বশীল ব্যক্তিদের একযোগে কাজ করতে হবে। এ জন্য প্রতিটি পরিবার প্রধানদের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। দারিদ্রতা দূরীকরণ ও শিক্ষার হার বাড়ানো গেলে এ কাজ দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।

সংলাপে জানানো হয়, সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গত এক বছরে ৫১৫টি বাল্য সংঘটিত হয়েছে। প্রতিরোধ করা সম্ভব হয়েছে ৪৯টি।

(আরকে/এলপিবি/আগস্ট ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test