E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি

২০১৫ আগস্ট ২৯ ১৭:১৭:৩৯
গোবিন্দগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি

গাইবান্ধা প্রতিনিধি : করতোয়া নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি অবনতি হলেও সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা, পলাশবাড়ি ও সদর উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

গত ২৪ ঘন্টায় তিস্তা ২ সে. মি. ও করতোয়ার পানি ২ সে. মি. বৃদ্ধি পেয়ে করতোয়া এখন বিপদসীমার ৩২ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তার পানি বেড়েছে ২ সে. মি.। এসময় ব্রহ্মপুত্রের পানি ১০ সে. মি. এবং ঘাঘটের পানি ৬ সে. মি. হ্রাস পেয়ে এখন বিপদসীমার সামান্য নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যায় গোবিন্দগঞ্জ পৌর এলাকাসহ গোবিন্দগঞ্জের ৮টি ইউনিয়নের করতোয়া নদী তীরবর্তী এলাকা ব্যাপকভাবে জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে সুন্দরগঞ্জ এবং গোবিন্দগঞ্জ উপজেলার পানিবন্দী মানুষদের শুকনো খাবার, জ্বালানি, টয়লেট, বিশুদ্ধ পানি এবং গো-খাদ্য সংকটে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও সাব রেজিষ্ট্রার অফিস চত্বর, মহিলা কলেজ এবং উপজেলা পরিষদ ভবন সংলগ্ন কুটিবাড়ি এলাকা এখনও বন্যার পানিতে নিমজ্জিত।

জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ২শ’ মে. টন চাল ও নগদ ৭ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ইতোমধ্যে ১শ’ ৫০ মে. টন চাল এবং ৪ লাখ ৩০ হাজার টাকা দুর্গত মানুষদের মধ্যে বিতরণ করা হয়েছে।

এদিকে সুন্দরগঞ্জের কাপাশিয়া ইউনিয়ানের লাল চামার ঘাট ও শ্রীপুরে শনিবার ১ হাজার বন্যার্ত মানুষের মধ্যে জরুরী ত্রাণ সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করেন গাইবান্ধা-১ আসনের সংসদ মঞ্জুরুল ইসলাম লিটন। এসময় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই মিল্টন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজিয়া বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি।

(আরআই/এএস/আগস্ট ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test