E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৩ দিনেও গ্রেফতার হয়নি শিশু নির্যাতন মামলার আসামী

২০১৫ আগস্ট ৩০ ১৮:০২:৩১
৩ দিনেও গ্রেফতার হয়নি শিশু নির্যাতন মামলার আসামী

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে এক শিশুপুত্রকে বলাৎকার করার ঘটনা ঘটেছে।

অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শিশুকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও গত ৩ দিনেও আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কুজাইল দূর্গাপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দূর্গাপুর গ্রামের মৃত-আজিজ উদ্দীনের ছেলে মামুন (২৫) একই গ্রামের মনোয়ার হোসেনের ৭ বছর বয়সী ছেলেকে খাবার জিনিস কিনে দেয়ার কথা বলে একটি পরিত্যক্ত সেচ পাম্পের ঘরে নিয়ে গিয়ে চর-থাপ্পর মেরে মুখ ধরে বলাৎকার করার সময় শিশুটি চিৎকার দেয়। এসময় বখাটে মামুন তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে শুক্রবার বিকেলে শিশুটিকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এঘটনায় শিশুটির বাবা মনোয়ার হোসেন মামুনকে আসামী করে শুক্রবার রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ৩ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো বখাটে মামুনকে গ্রেফতার করতে পারেনি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, মামুনকে গ্রেফতারের চেষ্টা চলছে। শিশুটি বর্তমানে নওগাঁ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

(বিএম/এলপিবি/আগস্ট ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test