E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাসদের বিক্ষোভ ও সমাবেশ

২০১৫ সেপ্টেম্বর ০১ ১৭:১৫:৪৬
গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাসদের বিক্ষোভ ও সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি: গ্যাস-বিদ্যুৎ মুল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদের আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, সদস্য সচিব মনজুর আলম মিঠু প্রমুখ।

বক্তারা বলেন, সরকারের গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করার দাবী জানান।

তারা আরও বলেন, আন্তর্জাতিক বাজারে যখন ক্রমাগত জ্বালানীর দাম কমছে, তখন বাংলাদেশে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী। এই মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উপর, পরিবহন ভাড়া বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বক্তারা পেয়াজ মরিচ সবজিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য স্থিতিশীল রাখতেও সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবী জানান।

(আরআই/এলপিবি/সেপ্টেম্বর ১, ২০১৫)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test