E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পীরগঞ্জে বিদ্যুৎ গ্রাহকরা হয়রানির শিকার

২০১৫ সেপ্টেম্বর ০১ ১৭:৪৮:৫৬
পীরগঞ্জে বিদ্যুৎ গ্রাহকরা হয়রানির শিকার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: পীরগঞ্জে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) কর্তৃপক্ষ পল্লী বিদ্যুতের বকেয়া বিল না নেয়ায় ৩ শতাধিক বিদ্যুৎ গ্রাহক ক্ষোভ প্রদর্শন করেছে।

পরে বিক্ষুব্ধ গ্রাহকরা প্রায় ১ কি.মি দুরে পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে গিয়ে বিল প্রদান করেছে। মঙ্গলবার সকালে উপজেলা সদরে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষও অবাক হয়েছেন।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রধান কার্যালয় শঠিবাড়ীর আওতায় পীরগঞ্জের জামতলা উপকেন্দ্র পীরগঞ্জে বিদ্যুৎ সরবরাহ করছে। কেন্দ্রটির অধীনে প্রায় ১৫ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছে। ওইসব গ্রাহক রাকাব পীরগঞ্জ শাখায় নির্দিষ্ট সময়ে জরিমানা ছাড়া বিল প্রদান করছে। কিন্তু নির্দিষ্ট সময়ে বিল প্রদানে ব্যর্থ হওয়ায় রাকাব পীরগঞ্জ শাখার কর্তৃপক্ষ জরিমানাসহ বিল না নেয়ায় উল্লেখিত গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছে। এ নিয়ে গ্রাহকরা দীর্ঘদিন ধরে প্রতিবাদ করেও হয়রানির কোন প্রতিকার পাননি।

মঙ্গলবার ৩ শতাধিক গ্রাহক ওই শাখায় জরিমানাসহ বিদ্যুৎ বিল দিতে গেলে ক্যাশিয়ার মোনারুল ইসলাম তা নিয়ে উল্টো দুর্ব্যবহার করে ব্যাংক থেকে বের করে দেয়। এতে গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করে বাধ্য হয়ে তারা প্রায় ১ কি.মি দুরে বিদ্যুৎ উপকেন্দ্রে গিয়ে বিল প্রদান করে। অহেতুক হয়রানির ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতিও রাকাব শাখাটির কর্তৃপক্ষের উপর অসন্তোষ প্রকাশ করেছে। এ ব্যাপারে বিদ্যুৎ উপকেন্দ্রের এজিএম (কম) আল হেলাল বলেন- দীর্ঘদিন ধরে শাখাটি বকেয়া বিদ্যুৎ বিল না নেয়ায় গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন। বিষয়টি বারংবার রাকাবকে অবগত করলেও তারা শুনছে না। বাধ্য হয়ে গ্রাহকরা উপজেলা সদর থেকে ১ কি.মি দুরে উপকেন্দ্রে এসে বিল প্রদান করছেন।

ক্ষুব্ধ গ্রাহক লাল মিয়া, লুৎফর রহমান মন্ডল, আমিনুল ইসলাম, আব্দুর রউফ, কাদের মিয়া বলেন- ব্যাংক ক্যাশিয়ার বকেয়া বিল নিতে অস্বীকার করে। এ নিয়ে সে দুর্ব্যবহার করে ব্যাংক থেকে আমাদের বের করে দেয়। ওই শাখার ক্যাশিয়ার মোনারুল ইসলাম বক্তব্য দিতে অস্বীকার করেন।

শাখাটির ম্যানেজার তোফাজ্জল হোসেন বলেন- সমস্যার কারণে বকেয়া বিল নেয়া সম্ভব হচ্ছে না। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু গ্রাহকের বকেয়া বিল নেয়া হয়ে থাকে।

(জিকেবি/এলপিবি/সেপ্টেম্বর ১, ২০১৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test