E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীনগরে নতুন নতুন এলাকা প্লাবিত

২০১৫ সেপ্টেম্বর ০১ ১৮:০৩:৪৮
রাণীনগরে নতুন নতুন এলাকা প্লাবিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ছোট যমুনা নদীর পানি কমতে শুরু করলেও জেলার রাণীনগর উপজেলার ৭টি ইউনিয়নে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

দফায় দফায় পানি বৃদ্ধি পাওয়ায় এবং ভারি বর্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলতি মৌসুমের রোপা-আমন ধানের জমি তলিয়ে গেছে।

জানা গেছে, গত ২৪ আগষ্ট ভোরে রাণীনগর-আত্রাই সড়কের পূর্ব মিরাপুর নামক স্থান ভেঙ্গে গেলে রাণীনগর উপজেলার পীরেরা, লক্ষ্মীপুর, ভবানীপুর, সর্বরামপুর, গোনা, বইনা, চক, সিংড়াডাঙ্গা, সিম্বা, লোহাচূড়া, ছয়বাড়িয়া, গৌরদীঘি, খাগড়া, বড়গাছা, গহেলাপুর, শফিকপুর, বোদলা, পালশাসহ বিভিন্ন গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। হাজার হাজার হেক্টর জমির রোপা-আমন ধান ও মৌসুমি সব্জি ক্ষেত তলিয়ে যায়। বাড়িঘরে বন্যার পানি প্রবেশ করায় অনেক পরিবার এখন উচু জায়গায় আশ্রয় নিয়েছে।

রবিবার রাত থেকে সোমবার দিনভর মুষলধারে বৃষ্টিতে উঁচু স্থানে খোলা আকাশের নীচে আশ্রয় নেয়া বানভাসীদের দুর্ভোগের অন্ত থাকেনা। এই বৃষ্টিতে জেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।

এদিকে বানভাসী ও পানিবন্দী মানুষের মাঝে কিছু কিছু সরকারী সাহায্য পৌঁছলেও অধিকাংশ স্থানেই তা পৌঁছেনি বলে অভিযোগ রয়েছে। ফলে মানবেতর জীবন যাপন করছে পানিবন্দী ও বানভাসী এসব মানুষ। বন্যার পানিতে পানি বাহিত নানা রোগের পাশাপাশি সাপের উপদ্রপ বৃদ্ধি পেয়েছে।

এ পর্যন্ত রাণীনগর উপজেলায় প্রায় ২৭কি:মি: রাস্তা, ২৬কি:মি: বাঁধ, ২৫০টি গভীর-অগভীর নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দীসহ মোট ৩৭ হাজার ৪শ’ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান জানান, এপর্যন্ত বানভাসী মানুষদেরকে জরুরি ভিত্তিতে জেলা প্রশাসনের জিআর তহবিল থেকে দুই দফায় ২৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। অতিরিক্ত আরো অনুদানের চাহিদাপত্র দিয়েছি।

জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সত্যব্রত সাহা জানান, এলাকার রোপা-আমন ধান তলিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের তাড়াতাড়ি বন্যার পানি নেমে গেলে ৩৪-ব্রি ধান লাগানোর পরামর্শ দেয়া হয়েছে।

(বিএম/এলপিবি/সেপ্টেম্বর ১, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test