E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জীবন যুদ্ধে বিজয়ী বাক প্রতিবন্ধী আবু তালেব

২০১৫ সেপ্টেম্বর ০১ ১৮:২০:৩৪
জীবন যুদ্ধে বিজয়ী বাক প্রতিবন্ধী আবু তালেব

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বাক প্রতিবন্ধী আবু তালেব তার অদম্য মেধা, প্রচেষ্টা ও মনোবলের জোরে সকল প্রতিবন্ধকতাকে হার মানিয়ে একজন দক্ষ টেইলার্স মাস্টার হিসেবে স্বাবলম্বী জীবন যাপন করছেন।

তিনি দীর্ঘ ২২ বছর ধরে দর্জি পেশায় নিয়োজিত থেকে সফলতার মধ্য দিয়ে তার ৪ সদস্য বিশিষ্ট পরিবারের সদস্যদের নিয়ে জীবন জীবিকা নির্বাহ করে আসছেন।

সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের রামাশ্রম (শিমুলডাঙ্গা) গ্রামের হত দরিদ্র কৃষক মোঃ আব্দুল হক ও মোসাঃ সাহেলা বেগমের ছোট ছেলে মোঃ আবু তালেব জন্ম থেকেই বাক প্রতিবন্ধী। সন্তানের ভবিষ্যৎ নিয়ে পিতা মাতা শংকিত হয়ে পড়েন। কিন্তু অদম্য মানসিক শক্তির অধিকারী বাকপ্রতিবন্ধী আবু তালেব ছোট বেলায় সমবয়সীদের সঙ্গে লেখাপড়া শেখার জন্য নিয়মিত গ্রামের প্রাইমারী স্কুলে যাওয়া আসা করতেন। মুখে কথা বলতে না পারলেও ইশারায় তিনি অন্য সহপাঠিদের সঙ্গে ক্লাশের পড়া শিখতে বেশ মনোযোগী ছিলেন। শিক্ষা অর্জনের অদম্য আগ্রহ দেখে ওই স্কুলের শিক্ষকগণ তাকে স্কুলে ভর্তি করে নেন। অভাবের সংসারে কোন মতে সহপাঠিদের সঙ্গে ৪র্থ শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন তিনি। সাধারণ জ্ঞানের অধিকারী প্রতিবন্ধী আবু তালেব স্থানীয় একজন অভিজ্ঞ টেইলার্স মাস্টারের নিকট থেকে দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ গ্রহণ করেন। অতি অল্প সময়ে প্রতিবন্ধী আবু তালেব দক্ষ টেইলার্স মাস্টার হিসেবে আধুনিক সময়ের সকল নারী ও পুরুষের আধুনিক ডিজাইনের সকল প্রকার পোষাক তৈরী করতে সক্ষম হন।

তিনি প্রায় দুই যুগ ধরে উপজেলার আশড়ন্দ বাজারে শতাব্দী টেইলার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে সেখানে সুনামের সঙ্গে তা পরিচালনা করছেন। তিনি আধুনিক ডিজাইনের বোরখা ও পাঞ্জাবী, সার্ট ,প্যান্ট তৈরীর একজন দক্ষ কারিগর। উপজেলার অনেক সৌখিন মানুষ তার পছন্দের পোষাক তৈরীর জন্য ছুটে আসেন তার দোকানে।

তিনি ইশারায় জানান, প্রতিবছর ঈদে তার দোকানে খুব ভিড় হয়। তিনি ও কর্মচারীরা মিলে দিন রাত সমানে কাজ করেন। এ দর্জি পেশার ওপর নির্ভর করে আবু তালেব তার দুই কন্যা সন্তানের লেখাপড়া ও পরিবারের খরচ চালিয়ে আসছেন।

বাক প্রতিবন্ধী আবু তালেব টেইলার্স ব্যবসায় অল্প দিনেই সাফল্য অর্জন করেছেন। তিনি তার অদম্য মানসিক শক্তির দ্বারা গ্রাহকের সকল ভাষা উপলব্ধি করতে পারেন। দোকানে আসা কোন গ্রাহকের কথা তার বুঝতে অসুবিধা হলে তিনি কাগজে স্পষ্ট ভাবে লিখে দিয়ে তার মনের ভাব প্রকাশ করেন। আবু তালেব তার দুই কন্যা সন্তানকে লেখা পড়া শিখিয়ে অনেক বড় করার স্বপ্ন বাস্তবায়নে দিন রাত তার প্রতিষ্ঠানে কাজ করছেন।

(বিএম/এলপিবি/সেপ্টেম্বর ১, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test