E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

একরামুল হত্যাকাণ্ড : কিলিং মিশনে নেতৃত্বদানকারী আবিদসহ আটক ৮

২০১৪ মে ২৩ ১৮:৩০:১১
একরামুল হত্যাকাণ্ড : কিলিং মিশনে নেতৃত্বদানকারী আবিদসহ আটক ৮

স্টাফ রিপোর্টার : ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে হত্যার ঘটনার নেতৃত্ব দেওয়া আবির ও তার ৮ সহযোগীকে আটক করা হয়েছে।

র‌্যাব ১-এর পরিচালক লে. কর্নেল কিসমত হায়াৎ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত পরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

বৃহস্পতিবার দিবাগত রাতে আইনশৃঙ্খলাবাহিনীর একটি সংস্থা ঢাকা থেকে তাদের আটক করে বলে নিশ্চিত করেছে ফেনী পুলিশের একাধিক সূত্র।

এর আগে, প্রত্যক্ষদর্শীদের ভিডিওচিত্র থেকে ৪ সন্ত্রাসীকে শনাক্ত করেছে পুলিশ। শনাক্তকারী অন্যান্য সন্ত্রাসী হচ্ছেন রুটি সোহেল, পারভেজ ও হুমায়ুন।

প্রাপ্ত তথ্য মতে, একরামের মাথায় গুলি করেন আবির। এছাড়াও কিলিং মিশনে অংশ নেয় ৩০ থেকে ৩৫ জনের একটি স্কোয়াড। আবির ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড়মনির জ্যেষ্ঠ ছেলে। বড়মনি ফেনী জেলা আওয়ামী লীগে একটি পরিচিত নাম।

এদিকে একরামুলের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার সকাল ১০টায় ফুলগাজী উপজেলা সদরে মানববন্ধন করা হয়। সেখানে জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী অংশ নেন।

(ওএস/এটিআর/মে ২৩, ২০১৪)

একরামুল হত্যাকাণ্ড : আরও দু’জনকে গ্রেফতার

একরামুল হত্যাকাণ্ড : আরও দু’জনকে গ্রেফতার

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test