E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা-আশাশুনি সড়কে বাস চলাচল বন্ধ ঘোষণা

২০১৫ সেপ্টেম্বর ০২ ২১:০২:০১
সাতক্ষীরা-আশাশুনি সড়কে বাস চলাচল বন্ধ ঘোষণা

সাতক্ষীরা প্রতিনিধি : চালককে মারপিটের প্রতিবাদে সাতক্ষীরা -আশাশুনি সড়কে অর্নিদ্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুর আড়াইটা থেকে মটর শ্রমিকরা এ কর্মসূচি ঘোষণা করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতক্ষীরা থেকে আশাশুনিগামি একটি যাত্রীবাহি বাস বুধবার দুপুর আড়াইটার দিকে হাড়িভাঙা বাজারের কাছে একটি ইঞ্জিন চালিত ভ্যানকে ধাক্কা মারে। এতে ওই ইঞ্চিনভ্যানটি সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে যায়। আহত হয় ভ্যান চালক সাজ্জাদ হোসেন। স্থানীয় জনগণ বাস চালক টিপু হায়দারের কাছে ক্ষতিপূরণ দাবি করে। এতে টিপু হায়দার আরো ক্ষুব্ধ হয়ে দেখে নেওয়ার হুমকি দেন। একপর্যায়ে বাস চালকের সঙ্গে স্থানীয় কয়েকজনের হাতাহাতি হয়।

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনয়নের সভাপতি রবিউল ইসলাম জানান, সড়কের উপর অনিয়ন্ত্রিতভাবে চলাচলের কারণে ইঞ্জিন চালিত ভ্যান দুর্ঘটনার শিকার হচ্ছে। এতে বাস চালকদের দায়ী করা হচ্ছে। তাদেরকে মারপিট করা হচ্ছে। এটা মেনে নেওয়া হবে না। টিপু হায়দারের উপর হামলাকারিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এ রুটে বাস চলাচল বন্ধ থাকবে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা জানান, জনদুর্ভোগ এড়াতে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

(আরএনকে/এসসি/সেপ্টম্বর ০২,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test