E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীনগরের বগারবাড়ি-ভান্ডারগ্রাম রাস্তার বেহালদশা

২০১৫ সেপ্টেম্বর ০৩ ১৬:০৮:১৮
রাণীনগরের বগারবাড়ি-ভান্ডারগ্রাম রাস্তার বেহালদশা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার প্রত্যন্ত এলাকার বগারবাড়ি-ভান্ডারগ্রাম ভায়া বিহিগ্রাম রাস্তার বেহাল দশা।

ওই অঞ্চলের অন্তত ১০টি গ্রামের মানুষের চলাচলের এটিই চলাচলের একমাত্র রাস্তা। দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তাটির মাঝে মাঝে ছোট-বড় বহু খানা-খন্দকে ভরে গেছে। সেসব খানা-খন্দকে বৃষ্টির পানি জমে এখন যেন ছোট ছোট পুকুরের সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়তই যাত্রী সাধারনের চরম ভোগান্তির পাশাপাশি অহরহ ঘটেই চলেছে ছোট-বড় দুর্ঘটনা।

নওগাঁর রাণীনগর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল বগারবাড়ি থেকে ভান্ডারগ্রাম, বেজার, বোঁহার ও বগুড়ার বিহিগ্রাম, বোন্তইর, চাঁপাপুরসহ প্রায় ১০টি গ্রামের মানুষের চলাচলের এই একটি মাত্র পথ। বগারবাড়ি থেকে প্রায় ৩ কি.মি. দৈর্ঘ্য রাস্তাটির মাঝে মাঝে ইট-খোয়া ও বালু উঠে গিয়ে প্রায় ১ থেকে ২ফুট পর্যন্ত গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে এই সব গর্তে পানি জমে তৈরি হয়েছে ছোট ছোট পুকুরের। ফলে যে রাস্তাটি যেতে সময় লাগতো ১০ মিনিট, সেই রাস্তা যেতে বর্তমানে সময় লাগে প্রায় ১ঘন্টা। পুরো রাস্তার একই চিত্র। দীর্ঘদিন যাবত এই সব বড় বড় গর্তসহ রাস্তাটির কোন সংস্কার কাজ না করায় এমন দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। উপজেলার এই সব প্রত্যন্ত এলাকার মানুষদের আবাদপুকুর হয়ে রাণীনগর সদর ও আদমদীঘি হয়ে বগুড়া যাওয়ার একমাত্র রাস্তা এটি। তাই প্রতিদিনই এই সব এলাকার মানুষদের নিত্যদিনের প্রয়োজন মেটাতে মরণ ফাঁদ নামক এই রাস্তাটিই ব্যবহার করতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। অত্র এলাকাটি ধান চাষের জন্য বিখ্যাত বলে এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত মাঝারি ও বড় বড় যানবাহন চলাচল করার সময় এই সব গর্তে যানবাহন উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটেই চলেছে ।

স্থানীয় বাসিন্দা রুবেল হোসেন, কামাল আহমেদসহ অনেকেই জানান, প্রায় ২৫ বছর পূর্বে এই রাস্তাটি নির্মাণ করার পর পাকাকরণ করা হলেও আজ পর্যন্ত এই রাস্তাটিতে কোন প্রকার সংস্কার কাজ করা হয়নি। যার কারণে আজ রাস্তাটি সংস্কারের অভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে।

তারা আরও জানান, প্রতি বছর উপজেলার বিভিন্ন এলাকার রাস্তা সংস্কারের কাজ চললেও প্রায় ১০টি গ্রামের মানুষের চলাচলের এই একমাত্র রাস্তাটির সংস্কারের দিকে নজর নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

এব্যাপারে রানীনগর উপজেলা প্রকৌশলী আবু মোঃ শফিউল আজম জানান, উপজেলার এই বগারবাড়ি-ভান্ডারগ্রাম রাস্তার বেহাল দশা সংস্কারের জন্য উর্ধতন মহলে লিখিত আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই সংস্কার কাজ শুরু করা হবে।

(বিএম/এলপিবি/সেপ্টেম্বর ৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test