E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জকিগঞ্জে সাংবাদিকদের সাথে মেয়রের মতবিনিময়

২০১৫ সেপ্টেম্বর ০৩ ২১:৩৬:১৪
জকিগঞ্জে সাংবাদিকদের সাথে মেয়রের মতবিনিময়

জকিগঞ্জ প্রতিনিধি :জকিগঞ্জ পৌর উন্নয়নে বিগত ১০ বছরের সকল রেকর্ড ভঙ্গ হয়েছে দাবী করে গতকাল দুপুরে জকিগঞ্জ পৌরসভায় স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন মেয়র আব্দুল মালেক ফারুক।

এ সময় তিনি উন্নয়নের হিসাব তুলে বলেন, গত সপ্তাহে মিউনিসিপালিটি মার্কেট নির্মাণে ৩ কোটি ৪ লক্ষ টাকার টেন্ডার যথাযথভাবে সম্পূর্ণ হয়েছে। নগর উন্নয়নে ১ কোটি ৮ লক্ষ টাকার কাজ ইতিমধ্যেই সম্পর্ণ হয়েছে। রাস্তা-ঘাট, ড্্েরইন সহ বিভিন্ন প্রকল্পে এডিপির ৭০ লক্ষ টাকার কাজ শেষ হয়েছে। আরও ৬ টি প্রকল্পে নগর উন্নয়নে ৬১ লক্ষ টাকার কাজ সুষ্টু ভাবে সম্পন্ন হয়েছে। পৌর শহরে কিচেন মার্কেট নির্মাণে ৩ কোটি টাকার প্রকল্প টেন্ডার আহবানের প্রক্রিয়াধীন রয়েছে। তাঁর কর্মকাল মাত্র ৯ মাস অতিক্রম হয়েছে জানিয়ে আব্দুল মালেক ফারুক আরও বলেন, আমি মেয়র নির্বাচিত হওয়ার পূর্বে স্বায়ত্বশাষিত এ পৌরসভা প্রতিষ্টানটি ছিল অনেকটা দেউলিয়া। দিবারাত্রি পরিশ্রম করে বর্তমান সরকারের ও পৌরবাসীর সহযোগিতায় লাভজনক হিসাবে এ পৌরসভাকে প্রতিষ্ঠিত করেছি। আমার এ উন্নয়নে প্রতিহিংসা করে আগামী নির্বাচনকে সামনে রেখে একটি মহল আমার বিরুদ্ধে অপ-প্রচারে উঠে পড়ে লেগেছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় দু একটি মিডিয়া একাধিক প্রতিবেদন প্রকাশিত করেছে যা সম্পূর্ন বিভ্রান্তকর। এসব প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে মেয়র আব্দুল মালেক ফারুক বলেন, এ পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী মাহবুবুর রহমান মাসুম যিনি মাদকাসক্ত হয়ে অফিসে মাতলামি, মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিতসহ বিভিন্ন অসামাজিক অপরাধে গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছেন। তাকে ব্যবহার করে আমার নির্বাচনী প্রতিপক্ষরা বিভিন্ন ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

আগামী ডিসেম্বরের দিকে নতুন নির্বাচন হওয়ার কথা। এ নির্বাচনে আমি একজন প্রার্থী। এ জন্যই প্রতিপক্ষরা নির্বাচনী ফায়দা হাসিলের নিমিত্তে এসব অপপ্রচার চালিয়ে যাচ্ছে। পৌরসভা কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর মেয়র। মতবিনিময় সভায় সাংবাদিকেদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবুল খায়ের চৌধুরী, সিনিয়র সাংবাদিক সিলেটের ডাকের বদরুল হক খসরু, সমকালের শ্রীকান্ত পাল, জালালাবাদের এখলাছুর রহমান, মানব জমিনের রিপন আহমদ, সিলেট বাণীর আল হাছিব তাপাদার, সিলেট সুরমার আবু বক্কর মোঃ ফয়সল ও কাজির বাজার পত্রিকার আব্দুর রহমান জীবন প্রমূখ।

(এসকেপি/এসসি/সেপ্টেম্বর০৩,২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test