E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাংশায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ২

২০১৫ সেপ্টেম্বর ০৪ ১২:৫৭:৩৫
পাংশায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ২

রাজবাড়ী প্রতিনিধি :রাজবাড়ীর পাংশায় গ্রেপ্তারের পর কথিত বন্দুকযুদ্ধে ডাকাতি মামলার দুই আসামি নিহত হয়েছেন। গতরাত সোয়া ৩টার দিকে উপজেলার পূর্বপাট্টা বিলবিহারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন : পাংশা থানার মৌরাট ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামের জালাল খাঁর ছেলে ওমর খাঁ (৩৫) ও একই থানার কসবাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামের জিয়ারত মণ্ডলের ছেলে কামাল হোসেন (৪৭)। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে পাংশা থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলার গোয়ালন্দ থেকে প্রথমে ওমর খাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ শেষে লাঙ্গলবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় কামাল হোসেনকে। এরপর পাংশা থানা পুলিশ গ্রেপ্তারকৃত দুজনকেই জিজ্ঞাসাবাদ করলে তারা তাদের হেফাজতে আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করেন। গ্রেপ্তারকৃতদের নিয়ে গতরাত ৩টার দিকে পুলিশ পাংশা উপজেলার পূর্বপাট্টা এলাকার জনৈক মোস্তফার মেহগনি বাগানে যায়। এ সময় কামাল ও ওমরের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে কামাল ও ওমর গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পাংশা থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত জানান, নিহত ওমর খাঁর বিরুদ্ধে ডাকাতি, খুনসহ বিভিন্ন অভিযোগে চারটি এবং কামালের বিরুদ্ধে পাংশা থানার সাবেক ওসি মিজানুর রহমান হত্যাসহ ডাকাতি ও অস্ত্র আইনে ছয়টি মামলা রয়েছে। তিনি জানান, ঘটনাস্থল থেকে দুটি ওয়ানশুটার গান, একটি একনলা বন্দুক ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ওএস/এসসি/সেপ্টেম্বর,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test