E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাংশার এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠে অভাবনীয় সাফল্য

২০১৪ মে ২৪ ০৮:২৫:৫৬
পাংশার এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠে অভাবনীয় সাফল্য

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ী জেলার পাংশা শহরের ঐতিহ্যবাহী এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের এসএসসি পরীক্ষার্থীরা এবছর অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এসএসসির ফলাফলে এ প্রতিষ্ঠানটি পাংশা উপজেলার মধ্যে প্রথম এবং জেলার বেসরকারী বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান লাভ করে গৌরব অর্জন করেছে।

জানা গেছে, এ বছর এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ থেকে এসএসসিতে ৩৫জন এ+ এবং ১৬ জন পরীক্ষার্থী গোল্ডেন এ+ পেয়ে কৃতিত্ব লাভ করেছে। প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেন জানান, এসএসসিতে বরাবরই এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ সাফল্য অর্জণ করে। এ বছর ৩৫জন এ+ এবং ১৬জন পরীক্ষার্থী গোল্ডেন এ+ পেয়ে প্রতিষ্ঠানটি অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট পরীক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী এবং পরিচালনা কমিটির সভাপতি ও পাংশা পৌরসভার মেয়র মো. ওয়াজেদ আলী মাস্টারসহ পরিচালনা কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান।

সোমবার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হবে বলে উল্লেখ করেন প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেন।

(এমএমএইচ/জেএ/মে ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test