E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় অপ্রাপ্ত বয়সের মেয়েকে বিয়ে দিতে গিয়ে ফেঁসে গেলেন  বাবা

২০১৫ সেপ্টেম্বর ০৪ ২১:০৫:৩৯
সাতক্ষীরায় অপ্রাপ্ত বয়সের মেয়েকে বিয়ে দিতে গিয়ে ফেঁসে গেলেন  বাবা

সাতক্ষীরা প্রতিনিধি : অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে দিতে গিয়ে ফেঁসে গেলেন বাবা ও তার চাচা ।  শুক্রবার ভ্রাম্যমান আদালত তাদের দু’জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ।  একই ঘটনায় দুই সহযোগীকে এক হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। 

ভ্রাম্যমান আদালতের বিচারক সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আবদুল সাদী জানান, শুক্রবার দুপুরে সদর উপজেলার মাহমুদপুর গ্রামের আসলাম আলি তার ১৩ বছরের মেয়ে সালমা খাতুন টুককির বিয়ের আয়োজন করেন ঘোনা গ্রামের শাহারুল ইসলামের সাথে । বাড়িতে বিয়ে উৎসবের সব কাজও সম্পন্ন করা হয় । খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা থানার উপ পরিদর্শক ( এসআই) মহসীন আলির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যেয়ে চারজনকে আটক করে । এ সময় বর ও বরযাত্রীরা পালিয়ে যায় ।

বিকেল চারটার দিকে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হলে মেয়ের বাবা আসলাম ও চাচা মোকলেসুরকে ১৫ দিনের কারাদন্ড ও তাদের দুই সহযোগী ভোমরা গ্রামের তরিকুল ইসলাম ও লক্ষীদাঁড়ি গ্রামের আকরাম হোসেনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয় ।


(আরিএনকে/এসসি/সেপ্টেম্বর০৪,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test