E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

“শাহজাদপুরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

২০১৫ সেপ্টেম্বর ০৫ ১৩:২৩:১২
“শাহজাদপুরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: “শাহজাদপুরের ইতিকথা” গ্রন্থ উৎসব প্রকাশনা কমিটি আয়োজিত আইনজীবি আনোয়ার হোসেন রচিত “শাহজাদপুরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত শুক্রবার সন্ধ্যায় রংধনু কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গনে  অনুষ্ঠিত হয়।

এ গ্রন্থের মোড়ক উন্মেচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শাহজাদপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম।

শাহজাদপুরের প্রবীন চিকিৎসক ডা. আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, বিশিষ্ট লেখক ড. আখতার উদ্দিন মানিক।

প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও এ গ্রন্থের মোড়ক উন্মোচনে বক্তব্য রাখেন সাংবাদিক শফিকুজ্জামান শফি, কবির আজমল বিপুল, আতিক সিদ্দীকি, শাহজাদপুর থানার সাবেক ওসি (তদন্ত) আব্দুল হাই, শাহজাদপুর বঙ্গবন্ধু মহিলা কলেজের প্রভাষক শাহ আলম, আইনজীবি মতিয়ার রহমান, রংধনু কিন্ডার গার্টেনেরে অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন, ফখরুল মেমোরিয়াল কিন্ডার গার্টেনের অধ্যক্ষ জাকারিয়া ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে স্থানীয় শিল্পীরা সংগিত পরিবেশন করেন। অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও আবৃত্তিকার কাজী শওকত।

(এআরপি/এলপিবি/সেপ্টেম্বর ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test