E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুর থানায় তদবিরবাজদের তালিকা করছে পুলিশ

২০১৫ সেপ্টেম্বর ০৫ ১৭:২৩:৫৪
রায়পুর থানায় তদবিরবাজদের তালিকা করছে পুলিশ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুুরের রায়পুর থানায় ‘তদবিরবাজদের’ তালিকা করছে পুলিশ। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে রায়পুর থানায় একটি রেজিস্টারে এই তালিকা লিপিবদ্ধ করা হচ্ছে। কে কখন কার জন্য তদবির করছেন সেই ব্যক্তির নাম এবং সময় তারিখ উল্লেখ করে সংরক্ষণ করা হচ্ছে।

বৃহস্পতিবার রাতে নাবাগত অফিসার্স ইন-চার্জ মোঃ লোকমান হোসেন সাংবাদিকদের জানান, থানার বিভিন্ন এলাকায় প্রতিরাতেই পুলিশের বিশেষ অভিযান চলছে। মাদক, অসামাজিক কার্যকলাপ, সন্ত্রাসী কর্মকান্ডে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি বলেন, চিহ্নিত চোর, ডাকাত, পকেটমার, জুয়াড়িসহ বিভিন্ন অপকর্মের হোতারা ধরা পড়লে পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠায়। আর এসব চোর, ডাকাতদের ধরে আনার পর তাদের ছেড়ে দিতে অনেকে তদবির করেন। যারা তদবির করেছেন তাদের নাম একটি রেজিস্টারে লিপিবদ্ধ করা হচ্ছে সংশ্লিষ্টদের সিভি যাচাই করা হচ্ছে। খোঁজ নেয়া হচ্ছে এসব চোর, ডাকাতের সঙ্গে তাদের কোন যোগসূত্র রয়েছে কিনা। এমনকি মোবাইলের কললিস্ট দেখেও যাচাই চলছে।

ওসি লোকমান এ সময় আরো বলেন, কে কি ধরনের অপরাধীদের জন্য তদবির করছেন তাও খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে কাউকেই ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, ‘একজন ভাল মানুষের জন্য যে কেউ সুপারিশ করতে পারেন। কিন্তু যখন দাগি চোর, ডাকাত ধরে থানায় আনা হচ্ছে তখন অনেকে তাদের ছাড়িয়ে নিতে ফোনে তদবির করেন। যা কিছুতেই মেনে নেয়া যায় না।

(পিকেআর/এএস/সেপ্টেম্বর ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test