E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালিত

২০১৫ সেপ্টেম্বর ০৫ ১৮:৪৪:২৮
কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। শনিবার এ উপলক্ষ্যে শ্রী শ্রী কালীবাড়ী প্রাঙ্গনে এক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি জি.পি. বিজয় শংকর রায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম।

আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও স্পেশাল পি.পি. এম.এ আফজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পি.পি. শাহ্ আজিজুল হক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সম্মিলিত সামাজিক আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অশোক সরকার, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির তত্ত্বাবধায়ক কমিটির আহবায়ক মানিক রঞ্জন দে, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ আহম্মেদ সাদী ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা চেয়ারম্যান অ্যাডভোকেট পরিতোষ চক্রবর্তী।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নারায়ন দত্ত প্রদীপ। এছাড়াও অনুষ্ঠানে ১৩ উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি-সম্পাদক, নেতৃবৃন্দসহ অসংখ্য ধর্মপ্রাণ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শনিবার দুপুরে আলোচনা শেষে জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ জন্মাষ্টমী উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি কালীবাড়ী প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বত্রিশ জিউর আখড়ায় গিয়ে এক মিলনমেলায় পরিণত হয়। নারী-পুরুষ ও শিশুরা বিভিন্ন ধর্মীয় শ্লোগান আর দৃষ্টিনন্দন ফেস্টুনে মুখরিত করে তোলে চারিদিক। শোভাযাত্রায় জেলা শহরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ ভক্তরা খন্ড খন্ড শোভাযাত্রা নিয়ে একত্রিত হয়ে একটি বিশাল শোভাযাত্রায় রূপ নেয়।

(পিকেএস/এলপিবি/সেপ্টেম্বর ৫, ২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test