E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রামগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে ১৪৪ ধারা

২০১৫ সেপ্টেম্বর ০৭ ১২:২৫:২৫
রামগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে ১৪৪ ধারা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে একই স্থানে ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও ছাত্রীগের শোক সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

সোমবার দুপুরে উপজেলার ভাট্টা ইউনিয়নের দল্টা উচ্চ বিদ্যালয়ে এলাকায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানায়, প্রায় এক মাস আগের সিদ্ধান্তে সোমবার দুপুরে দল্টা উচ্চ বিদ্যালেয় ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনার আয়োজন করা হয়। এতে গেইট থেকে শুরু করে বিদ্যালয় মাঠে সকল আয়োজন করা হয়েছে। হঠাৎ করে রবিবার সন্ধ্যায় একই স্থানে ইউনিয়ন ছাত্রীগের নেতাকর্মীরা শোক সভার কথা বলে এ অনুষ্ঠান বন্ধ করে দিতে বলে এবং রাতে একটি গেইট ভাংচুর করে। এতে সকাল থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এ অবস্থায় উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ওই এলাকায় সোমবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে।

প্রথান শিক্ষক তছলিম মিয়া বলেন, বিদ্যালয়ের নিজস্ব মাঠে বিদ্যায়ের ছাত্র-ছাত্রীর জন্য সংবর্ধনার আয়োজন করা হয়। হঠাৎ করে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কোন অনুমতি না নিয়ে রাতে তাদের একটি গেইট ভাংচুর করে শিক্ষা প্রতিষ্ঠানে এসে উত্তেজনা তৈরি করে।

ভাট্টা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেন ও সাধারণ সম্পাদক পলাশ বলেন, শোকের মাসে বিদ্যালয় কর্তৃপক্ষ জামায়াত-শিবির ও বিএনপির চিহ্নত নেতাকর্মীদের নিয়ে সংবর্ধনা নামে গোপন আলোচনার আয়োজন করে। এ বিষয়টি প্রশাসকে জানালে উপজেলা ১৪৪ ধারা জারি করে। গেইট ভাংচুরের বিষয়টি সঠিক নয়।

এদিকে একই স্থানে দুই অনুষ্ঠান ডাক দেয়ায় উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রকিবুল হক ও রামগঞ্জ থানার ভারপ্র্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় উভয় পক্ষকে উক্ত স্থানে সমাবেশ করা যাবে না বলে লিখিতভাবে নির্দেশ প্রদান করে।

(এমআরএস/এলপিবি/সেপ্টেম্বর ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test