E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রামগঞ্জে তিন দিনে দশটি চুরি, ব্যবসায়ীরা আতংকে

২০১৫ সেপ্টেম্বর ০৭ ১৬:২৭:৫৯
রামগঞ্জে তিন দিনে দশটি চুরি, ব্যবসায়ীরা আতংকে

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা শহরে থানা থেকে কোয়াটার কিলোমিটার দুরুত্বের মধ্যে গত ৩ দিনে দশটি চুরি সংঘঠিত হয়েছে।

এতে চোরের দলেরা গত তিন দিনে নগদ ২৬ হাজার টাকা, ৬টি মোটরসাইকেলসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

মোটরসাইকেল চুরির ঘটনায় সোমবার দুপুরে আজাদ নামের এক ব্যবসায়ী থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। থানা সংলগ্ন এলাকা থেকে একের পর এক চুরি হওয়ায় পৌর শহরের ব্যবসায়ীরা আতংকে রয়েছে।

ব্যবসায়ীরা জানান, গত শক্রবার থানা থেকে একশত হাত দুরে রহিমা ইলিকট্রিক এন্ড স্যানেটারীর মালিক ফারুক হোসেন জুম্মার নামাজ পড়তে গেলে দোকানের তালা ভেঙ্গে ক্যাশ থেকে ২১ হাজার আটশত টাকা, একটি টাচ মোবাইল, একই অবস্থায় পাশের দোকান ফারুক সাইকেল মার্টের মালিক ফারুক হোসেনের দোকানের ক্যাশ থেকে নগদ ৫ হাজার টাকা ও দুইটি মোবাইল, পাট বাজার কানন বস্ত্রালয় থেকে একটি মোবাইল নিয়ে যায়।

গত শনিবার মাগরিবের নামাজের সময় লন্ডন ম্যানসনের সামনে থেকে আজাদ লন্ডনীর হিরো ফ্যাশন ফ্রো মোটরসাইকেল, থানা থেকে পঞ্চাশ হাত দুরে মোহনা ফার্মেসীর সামনে থেকে লোভারটিস কোস্পানীর সাইদুর রহমান রিয়াজের ডিসকভার, এর দুইদিন আগে রেজিষ্টার অফিসের সামনে থেকে এনায়েতের ডিসকভার, ওয়াবদা থেকে ইউসুফ পাটোওয়ারীর গ্লামার, ইসলামী ব্যাংকের সামনে থেকে এড.দেলোয়ারের ডিসকভারসহ ৬টি মোটরসাইকেল চুরি হয়। এসব ঘটনায় নবাগত ওসিকে একাধিকবার বলা হয়েছে। শহরে চুরি আতংক বিরাজ করছে।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) তোতা মিয়া জানান, তিনি এ থানায় নতুন যোগদান করেছেন। মোটরসাইকেল চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলছে। মাদক, চুরি-ডাকাতি, চিন্তাই শক্তহাতে দমন করা হবে।

(এমআরএস/এলপিবি/সেপ্টেম্বর ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test