E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করিমগঞ্জে বিদ্যালয়ের মাঠে বাজার, ব্যাহত হচ্ছে পাঠ দান

২০১৫ সেপ্টেম্বর ০৭ ১৭:৩৩:২৬
করিমগঞ্জে বিদ্যালয়ের মাঠে বাজার, ব্যাহত হচ্ছে পাঠ দান

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নানশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাজার বসানো হয়েছে। প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে মাছ ও সবজির বাজার বসানো হয়। কিছুদিন ধরে সকালেও বাজার বসানো হচ্ছে। ঈদুল আযহাকে সামনে রেখে এখানেই পশুর হাট বসানোর তৎপরতা চালানো হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

বাজারের কোলাহলপূর্ণ পরিবেশে একদিকে যেমন পাঠদান ব্যাহত হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীরা খেলাধূলা থেকে বঞ্চিত হচ্ছে।

বাজারের ইজারাদার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আজিজুর রহমান রিপন জানান, তিনি উপজেলা প্রশাসন থেকে ইজারা নিয়ে মাঠে বাজার বসাচ্ছেন। দীর্ঘদিন ধরে এখানে বাজার বসানো হচ্ছে বলেও তিনি জানান।

মাঠ থেকে বাজার উচ্ছেদের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন। পরে সার্ভেয়ারকে দিয়ে তদন্ত করানো হয়। তদন্ত প্রতিবেদন তিনি উল্লেখ করেন, বাজার বসানোর কারণে মাঠটি খেলাধূলার অনুপযোগী হয়ে পড়েছে। তাছাড়া সব সময় ময়লা আবর্জনা ও কাদায় ভরপুর থাকে। বিদ্যালয়ভবনের পাশেই মাছ বাজার থাকায় সব সময় দুর্গন্ধ থাকে।

এ ব্যাপারে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহীন বলেন, খুব শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(পিকেএস/এএস/সেপ্টেম্বর ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test