E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

২০১৫ সেপ্টেম্বর ০৮ ১৬:৫৮:২২
গাইবান্ধায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সবচাইতে বেশী বন্যায় ক্ষতিগ্রস্ত সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ও সর্বানন্দ ইউনিয়নের ১ হাজার ৫০ জন বন্যার্ত মানুষের মধ্যে মঙ্গলবার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বামনডাঙ্গা কলেজ মাঠে ও সাতগিরি কুটিপাড়া এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন।

প্রতিটি দুঃস্থ পরিবারকে ২০ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি লবণ, গ্যাস লাইটার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন প্রদান করা হয়।

উপজেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত বন্যার্তদের জন্য ত্রাণ হিসেবে ১৩৫ মেট্রিক টন চাল, নগদ ৮ লাখ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, উক্ত ত্রাণ বিতরণ ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ত্রাণ বিতরণের কথা থাকলেও বিশেষ কারণে তিনি কর্মসূচি বাতিল করেন।

ত্রাণ বিতরণকালে বন্যা দুর্গতদের উদ্দেশ্যে সরকারি ত্রাণ তৎপরতা বিষয়ে বক্তব্য রাখেন এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামছুল আজম, সুন্দরগঞ্জ উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রেজিয়া বেগম, জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে আব্দুল্যা আল হারুন বাবলু, মোজাম্মেল হক, সাইফুল আলম ছাকা, গোলাম মোস্তফা আহমেদ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও উপাধ্যক্ষ আব্দুল হান্নান মিয়া, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আঃ মতিন সরকার, সর্বানন্দ ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া প্রমুখ।

(আরএই/এলপিবি/সেপ্টেম্বর ৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test