E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কৌশলে সম্পত্তি দখলের চেষ্টা, হতাশায় বালিয়াকান্দির সংখ্যালঘু সম্প্রদায়

২০১৫ সেপ্টেম্বর ০৯ ১৪:১৮:৩৯
কৌশলে সম্পত্তি দখলের চেষ্টা, হতাশায় বালিয়াকান্দির সংখ্যালঘু সম্প্রদায়

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার মাশালিয়া হাঁট সংলগ্ন কাঁলাচাঁদ মন্ডল (কালু) এর ৬৭ শতাংশ জমির জাল দলিল করে নিয়েছে একটি চক্র। ঘটনাটি ঘটেছে গত মাসের ২৪ তারিখে।

কালাচাঁদ মন্ডলের কাকার পরিবার দীর্ঘ ৩৭ বছর পূর্বে ভারতে চলে যায় এবং সেখানে তাঁরা স্থায়ীভাবে বসবাস করতে থাকে। দীর্ঘ এই ৩৭ বছরের মধ্যে কোনদিন তাঁরা আর বাংলাদেশে আসে নাই। কিন্তু ২৪ তারিখে হঠাৎ করেই দেশে এসে ৬৩ শতাংশ জমি বিক্রি করে আত্মীয়-স্বজন কারো সাথে দেখা না করে চলে যায় এমন ঘটনায় চমকে ওঠে এলাকাবাসী।

ওয়ারিশ মূলে প্রাপ্ত জমি নিয়ে এমন ঘটনায় কালাচাঁদ মন্ডল আতঙ্কিত হয়ে পরে। তৎপর দলিলের নকল তুলতে গেলে বালিয়াকান্দির ভূমি রেজিষ্ট্রি অফিসে হয়রানীর স্বীকার হয় নিরীহ কালাচাঁদ মন্ডল। দলিল নকল হাতে পেলে সেখানে দেখা যায় ১৪৮নং লক্ষনদীয়া মৌজার এস,এ ৫৮৭ নং দাগের মোট ৬৭ শতাংশ জমির মধ্যে ৩ শতাংশ জমি লক্ষনদীয়া-মাশালিয়া বাজারের নামে দানপত্র দলিল এবং বাকি ৬৩ শতাংশ জমি ৯জন মালিকের মধ্যে ৯,০০০০০/= (নয় লক্ষ টাকা মাত্র) দলিল মূলে রনজিৎ মন্ডল (৫৩), সঞ্জয় মন্ডল(৩০) এবং বিকাশ মন্ডল(২৫) বিক্রি করে দেয়। নয় জন মালিকের মধ্যে মোঃ আব্দুল কাদের ১০.৩৩৩ শতাংশ, মোঃ আজগর আলী ১০.৩৩৩ শতাংশ, মোঃ ইউছুব বিশ্বাস ৫.৬৬৮ শতাংশ, মোঃ এনামুল হক ৫.৬৬৭ শতাংশ, মোছাঃ নাছিরন বেগম ৮.৩৩৩ শতাংশ, সাবেক বাংলাদেশ ছাত্রদলের সভাপতি মরহুম টিটো মোল্যার বোন মোছাঃ তাহমিনা ইয়াছমিন ৮.৩৩৩ শতাংশ, নিলুফা বেগম ১০.৩৩৩ শতাংশ, মোঃ আমিন ০২ শতাংশ এবং আরিফ মোল্যা ০২ শতাংশ জমি দলিল মূলে ক্রয় করেন।

এ ব্যাপারে ভুক্তভোগি কালাচাঁদ মন্ডল (কালু) সাথে কথা বলে তিনি কান্না জড়িত কন্ঠে বলেন আমি গরীব মানুষ, অফিস আদালত কিছু বুঝি না আমি এখন কি করবো? এর সাথে তিনি আরো বলেন বাবা অনেক বার বলেছিলো এদেশ আমাদের জন্য নয়, চল ভারতে চলে যাই আজ বাবার কথা অনেক মনে পড়ছে। বিক্রয়কৃত তিন ব্যক্তির ব্যাপারে জামালপুর ইউনিয়ন পরিশষদের নথি-পত্র খুজে উক্ত তিন ব্যক্তির কোন সন্ধান পাওয়া যায় নাই। বালিয়াকান্দি দলিল লেখক কমিটির সাধারণ সম্পাদকের সাথে কথা বলা হলে তিনি বলেন, তরুণ দলিল লেখক জিল্লু রহমান (২৮) অনেক দিন ধরেই এ কাজের সাথে জড়িত। তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে বাড়িতে বা অফিসে কোথায়ও পাওয়া যায় নাই। উক্ত দলিলের বিক্রয়কৃত তিন ব্যক্তির সনাক্তকারীর জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য কিরণ মন্ডলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করে বলে এই সরকারের আমলে যা হচ্ছে সবই বৈধ। উক্ত দলিলের ব্যাপারে বালিয়াকান্দি হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রামগোপাল চট্টোপাধ্যায়ের সাথে কথা বলা হলে তিনি বলেন দেশে যেসব ঘটনা ঘটছে এগুলো মেনে নেওয়া যায় না।

(ডিবি/এএস/সেপ্টেম্বর ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test