E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় সন্ত্রাসী হামলায় কিশোর নিহতের ঘটনায় আটক ৩

২০১৫ সেপ্টেম্বর ১০ ১৫:৫৮:৩৬
লোহাগড়ায় সন্ত্রাসী হামলায় কিশোর নিহতের ঘটনায় আটক ৩

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌর সভার গোপীনাথপুর গ্রামের সওদাগর পাড়ায় প্রেম ঘটিত ঘটনাকে কেন্দ্র করে একজন  কিশোরকে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ৩ জনকে আটক করেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌর সভার গোপীনাথপুর গ্রামের সওদাগর পাড়ার ইখলাছ খাঁনের ছেলে খসরু খাঁন (২০) প্রেমের সম্পর্কের জের ধরে গত ১ মাস পূর্বে প্রতিবেশি মকবুল হোসেনের কলেজ পড়ুয়া মাহমুদা খানমকে (১৯) নিয়ে অজানার উদ্দেশে পাড়ি দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পরিবারের অভিভাবকরা লোহাগড়া থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেন।

এ নিয়ে এলাকায় উভয় পক্ষের মধ্যে দ্বন্ধ ও উত্তেজনা চলে আসছিল। এ দ্বন্দ্বের জের ধরে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সওদাগর পাড়ায় ইখলাছ খাঁনের দু’ছেলে জুঙ্গু খাঁন ও জুলমত খাঁন সওদাগর পাড়ার শিমুলের চা দোকানে সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই পাড়ার সবু মোল্যার ছেলে মাদকাসক্ত রনি মোল্যার নেতৃত্বে সাহিদুল, ওবায়দুলসহ ৭/৮ জন দূর্বৃত্ত জুঙ্গু খাঁন (১৮) ও জুলমত খাঁন (১৬) ওপর হামলা চালিয়ে ছোরা ও রামদা দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে পালিয়ে যায়।

এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে এবং অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে জুলমত খানের মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুরে নিহতের লাশের ময়না তদন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। অপর আহত কিশোর জুঙ্গু খাঁনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান নিহতের বাড়ি সওদাগর পাড়ায় যান এবং পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাতেই ওই গ্রামের মৃত হান্নান মৃধার ছেলে চায়ের দোকানদার শিমুল মৃধা (৩২), সবু মোল্যার ছেলে ওবায়দুল (২২) এবং বৃহস্পতিবার দুপুরে মকবুল হোসেন গোলদারের ছেলে আলামিন গোলদার (১৯) কে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(আরএম/এএস/সেপ্টেম্বর ১০, ২০১৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test