E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় শিশুদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

২০১৫ সেপ্টেম্বর ১১ ১৫:৫৬:০৪
গাইবান্ধায় শিশুদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে জেলা প্রশাসকের সাথে শিশুদের মতবিনিময় সভা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুরে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এন,সি,টি,এফ সদস্যসহ ৪০ জন শিশুসহ শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মী
উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশুদের কথা
শোনেন জেলা প্রশাসক মো.আব্দুস সামাদ ।

তিনি বলেন,“আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে এই শিশুরা। তাই শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিশুদের সকল ভালো কাজের পাশে আমি আছি। শিশু বিষয়ক যে কোন ধরনের অনুষ্ঠান করতে চাইলে আমি উপস্থিত থাকার চেষ্টা করব ।

আলোচনা সভায় শিশুরা জেলা প্রশাসককে জানায়, চরাঞ্চলের শিশুদের কথা, শিক্ষার
নানান সমস্যার কথা, জেলার স্বাস্থ্য সমস্যা, শিশু বিবাহ, শিশু নির্যাতন,
ইভটিজিং, জেলা বিনোদন কেন্দ্রের সংকট, মাদকের ভয়াবহতা নিয়েও কথা বলে তারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এন,সি,টি,এফ গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক তাওহীদ উল ইসলাম তুষার। ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সহযোগীতা করে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী।

(এএসএস/এএস/সেপ্টেম্বর ১১, ২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test