E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নড়াইলের নড়াগাতীতে বিক্ষোভ সমাবেশ

২০১৫ সেপ্টেম্বর ১২ ১৫:০৬:২৪
নড়াইলের নড়াগাতীতে বিক্ষোভ সমাবেশ

নড়াইল প্রতিনিধি: বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য শহীদ এখলাছ উদ্দীন আহম্মদ সর্ম্পকে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ অশালীণ এবং কটুক্তিমূলক বক্তব্য দেওয়ায় শুক্রবার দুপুরে কালিয়া উপজেলার নড়াগাতি কাছারিবাড়ি মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নড়াগাতি থানা আওয়ামী লীগ এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতা-কর্মী মিছিল সহকারে সমাবেশ স্থলে জড়ো হন।

সমাবেশে নড়াগাতি থানা আওয়ামী লীগের সহসভাপতি বদিউজ্জামান বাদশার সভাপতিত্বে বক্তৃতা করেন এখলাস উদ্দিন আহম্মেদের ছেলে নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলী, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোটে সোহরাব হোসেন বিশ্বাস, কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শমীমূর রহমান, নড়াইল সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল মাহামুদ তুফান, সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামালসহ জেলা উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ।

কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ বলেন, গত ২৪ আগষ্ট কালিয়া উপজেলার নড়াগাতি থানা আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর ৪০তম শাহাদত বার্ষিকী সমাবেশে এখলাছ উদ্দিন আহম্মেদ এবং তার ছেলে নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি সর্ম্পকে জেলা আওয়ামী লীগ সভাপতি সুবাস বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান নিলুসহ অন্যান্য নেতৃবৃন্দ অশালীণ, আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্যে বলেছেন, ‘‘শহীদ এখলাছ উদ্দীন মুক্তিযোদ্ধা ছিলেন না, আওয়ামী লীগও করেননি’’। তার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন।

সমাবেশে কবিরুল হক মুক্তি বলেন, এই নব্য আওয়া মীগ নেতারা শহীদ এখলাছ উদ্দীন সর্ম্পকে কিছুই জানেন না। এখলাছ উদ্দীন আহম্মদ আওয়ামী লীগের ইতিহাসের একটি অংশ। জাতির জনক বঙ্গবন্ধুর সঙ্গে যারা রাজনীতি করেছেন সেই কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে এখলাছ উদ্দীন সর্ম্পকে জানতে হবে। বর্তমানের হাইব্রিড নেতারা তাঁর রাজনৈতিক জীবন দর্শন সর্ম্পকে কিছুই জানেন না।

তিনি বলেন, জীবনে যারা রাজনীতি করেননি, জেল-জুলুম,নির্যাতন-অত্যাচার সহ্য করেননি, বঙ্গবন্ধুর জীবনাদর্শ সর্ম্পকে যারা কিছুই জানেন না, দলীয় সভানেত্রীর অনুকম্পায় যারা নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তাদের মুখেই এ ধরনের বক্তব্য শোভা পায়।

জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু বলেন, নড়াগাতি থানা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোকসভায় শহীদ এখলাছ উদ্দীন আহম্মদ সর্ম্পকে কোনো ধরনের বাজে কথা বলা হয়নি।

তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন দেশে ফিরে দলের হাল ধরেছিলেন, তখন কতিপয় আওয়ামী লীগ নেতা এর বিরোধিতা করে দেশে বাকশাল গঠন করেছিলেন। এখলাছ উদ্দীন আহম্মদ সেই দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

(টিএআর/এলপিবি/সেপ্টেম্বর ১২, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test