E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় সংসদের হুইপ রবিবার ঢোলভাঙ্গা সাকোয়া সেতু উদ্বোধন করবেন

২০১৫ সেপ্টেম্বর ১২ ১৭:১৯:০০
জাতীয় সংসদের হুইপ রবিবার ঢোলভাঙ্গা সাকোয়া সেতু উদ্বোধন করবেন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা শহরের একমাত্র গেটওয়ে হচ্ছে গাইবান্ধা-পলাশবাড়ি সড়ক।

আর এই সড়কের যোগাযোগের প্রধান মাধ্যমটিই ছিল ঢোলভাঙ্গার সাকোয়া খালের উপর দীর্ঘকালের ইস্পাতের তৈরী ঝুলন্ত বেইলী ব্রীজ। যা ছিল জেলাবাসীর অন্যতম দুঃখ। যা অতিকষ্টে অতিক্রম করেই চরম দুর্ভোগের মধ্য দিয়ে গাইবান্ধা শহরে যাতায়াত করতে হতো যানবাহন ও পথচারীদের।

তদুপরি একপথে যাতায়াতের ফলে এখানে যানবাহনের গতি কমিয়ে আনতে এবং অনেক সময় থামতেও হতো। ফলে সন্ধ্যার পর বিশেষ করে নৈশকোচগুলোতে এখানে ডাকাতির ঘটনা ঘটত প্রতিনিয়ত। কিন্তু সে অবস্থা এখন আর নেই। ২০১৪ সালে শুরু হওয়া এ সেতুটির কাজ মাত্র এক বছরেই সম্পন্ন হয়।

রবিবার বিকেলে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি আনুষ্ঠানিকভাবে এই সেতুটির উদ্বোধন করবেন। এই সেতুটি চালুর ফলে এলাকার মানুষ গর্বিত এবং আনন্দিত। এলাকাবাসির প্রত্যাশা যানজট নিরসনসহ এখানে ডাকাতির ঘটনা আর ঘটবেনা।

জেলার কয়েকটি গুরুত্বপূর্ন স্থানে সেতু না থাকায় বিশাল জনগোষ্ঠী নৌকা পারাপার নিয়ে নানা ভোগান্তি পোহাতেন, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সঠিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মস্থলে সঠিক সময়ে পৌঁছতে পারতেন না। মানুষ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেয়া ছিল অসম্ভব। সম্প্রতি সেসব গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। গত দু’বছরে নির্মিত হয়েছে জেলার সাঘাটা উপজেলা থেকে বগুড়ার সোনাতলা সড়কে “মেলান্দহ সেতু”, সাদুল্যাপুর উপজেলায় ঘাঘট নদীর উপর “ঘাঘট সেতু”, গোবিন্দগঞ্জ উপজেলা থেকে দিনাজপুর ঘোড়াঘাট সড়কে “খুলশী সেতু”, গাইবান্ধা নাকাইহাট সড়কে করতোয়া নদীর উপর “বড়দহ সেতু”, সাঘাটা উপজেলা থেকে মহিমাগঞ্জ “উল্যা সোনাতলা সেতু” এবং গাইবান্ধা পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কে “ঢোলভাঙ্গা সাকোয়া সেতু”। এই সেতুগুলো নির্মাণের ফলে গাইবান্ধা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে ঢাকা, রংপুর, দিনাজপুর, হিলিবন্দরের সাথে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। এখন কম সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত সম্ভব হবে। সেতুগুলো নির্মিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় গাইবান্ধা জেলাবাসির প্রাণের দাবি অনেকাংশে পূরণ হয়েছে।

গাইবান্ধা নাকাইহাট সড়কে করতোয়া নদীর উপর নির্মিত বড়দহ সেতুর কাজ শুরু হবার পর গাইবান্ধাবাসীকে ১৮ বছর অপেক্ষা করতে হয়েছে। নদীর গতি পরিবর্তন ও সরকার পরিবর্তনসহ নানা জটিলতায় দীর্ঘ এ সময় ঝুলে থাকে সেতুর কাজ। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বড়দহ সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতদিন এ পথে যাতায়াতকারি প্রায় ৩০ হাজার মানুষ নৌকা পারাপারে চরম ভোগান্তি পোহাতেন।

সড়ক ও জনপথ অধিদপ্তর গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মাহাবুবুল আলম খান জানান, গাইবান্ধার সাথে বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে স্বল্প সময়ের মাঝে আরও তিনটি সেতু নির্মাণের প্রক্রিয়া চলছে।

(আরআই/এলপিবি/সেপ্টেম্বর ১২, ২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test