E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরের হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান কর্মসূচি

২০১৫ সেপ্টেম্বর ১৩ ১৫:১৪:১৪
দিনাজপুরের হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান কর্মসূচি

দিনাজপুর প্রতিনিধি: স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা ও অনতিবিলম্বে অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবনমন দুরীকরণের দাবিতে রবিবার দুপুর ১টা পর্যন্ত ক্লাস বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

রবিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একাডেমিক ভবনের সামনে অবস্থান নেয়।

এ সময় এক সমাবেশে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, শিক্ষক সমাজের জন্য অবমাননাকর বেতন কাঠামোর সংশোধনপুর্বক স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা দাবি না আসা পর্যন্ত এই অন্দোলন অব্যাহত থাকবে।

সমাবেশে বক্তব্য রাখেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বায়ক প্রফেসর মো. মিজানুর রহমান, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. আনিস খান, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. বলরাম রায়, হাবিপ্রবি শিক্ষক সমিতির সদস্য সচিব প্রফেসর ড. এ.টি.এম শফিকুল ইসলাম, প্রফেসর ডা. মো. ফজলুল হক প্রমূখ।

(এটি/এলপিবি/সেপ্টেম্বর ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test