E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের বিনামূল্যে বঙ্গবন্ধু বই বিতরণ

২০১৫ সেপ্টেম্বর ১৩ ১৬:৪৭:৩৯
রায়পুরে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের বিনামূল্যে বঙ্গবন্ধু বই বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী নামের বইটি বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

উপজেলা ছাত্রলীগের উদ্যোগে 'বঙ্গবন্ধুকে জানো' কর্মসূচির আওতায় স্কুল-মাদ্রাসার ছাত্রছাত্রীদের গত এক মাস ধরে এ বই দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা বইটি পড়ার পর তার মধ্য থেকে কুইজ প্রতিযোগিতাও থাকবে। কুইজ বিজয়ীদের ছাত্রলীগের পক্ষ থেকে ল্যাপটপসহ মূল্যবান পুরস্কার দেওয়া হবে।

দলীয় সূত্র জানায়, ইতিমধ্যে রায়পুর মার্চেন্টস একাডেমি, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, এল এম পাইলট উচ্চ বিদ্যালয়, লুধুয়া এম এম উচ্চ বিদ্যালয়, বামনী আদর্শ উচ্চ বিদ্যালয় ও জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ ১৮টি প্রতিষ্ঠানে বইটি দেওয়া হয়েছে। এ নিয়ে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। পর্যায়ক্রমে মাধ্যমিক স্তরের প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে এ বইটি দেওয়া হবে।

এ ব্যাপারে রায়পুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ বিন জাকারিয়া বলেন, ছাত্রছাত্রীরা যেন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জীবনী সম্পর্কে সঠিক ধারণা দিতে আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি। এই বইটি পড়ে তারা শিক্ষা ও বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে। পরবর্তীতে বইটি থেকে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

(এমআরএস/এনএস/সেপ্টেম্বর ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test