E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিশোরগঞ্জে মরহুম আমিনুল ইসলাম এডুকেশন ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

২০১৫ সেপ্টেম্বর ১৩ ১৮:২৪:১৭
কিশোরগঞ্জে মরহুম আমিনুল ইসলাম এডুকেশন ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে মরহুম আমিনুল ইসলাম এডুকেশন ট্রাস্টের উদ্যোগে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির টাকার চেক তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল। মরহুম আমিনুল ইসলাম এডুকেশন ট্রাষ্ট্রের সভাপতি ও জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো.মহসীন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, কিশোরগঞ্জ আইনজীবি সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, মরহুম আমিনুল ইসলাম এডুকেশন ট্রাস্টের সদস্য সচিব ও কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ কাজী শাহীন খান, গুরুদয়াল সরকারী কলেজের ভাইস প্রিন্সিপাল মো.ফজলুল হক সাগর, পৌর মেয়র আলহাজ্ব মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আনিছুজ্জামান, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মোজাক্কির, মরহুম আমিনুল ইসলাম এডুকেশন ট্রাষ্ট্রের সদস্য অধ্যাপক মো. আজিজুল হক, শিক্ষার্থী ফারহানা প্রমুখ।

অনুষ্ঠানে গুরুদয়াল সরকারী কলেজের ১৮ হাজার শিার্থীদের মধ্যে বাছাই করে ২৪ জন অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদেরকে প্রতি মাসে ২ হাজার টাকা করে বৃত্তির চেক প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা স্কাউট, শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ, প্রিন্ট ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

(পিকেএসএ/এনএস/সেপ্টেম্বর ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test