E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জেলা ও উপজেলা প্রশাসনের ৩য় শ্রেণীর কর্মচারীদের প্রতিবাদ সভা 

২০১৪ মে ২৪ ১৭:৩২:৫৩
জেলা ও উপজেলা প্রশাসনের ৩য় শ্রেণীর কর্মচারীদের প্রতিবাদ সভা 

গোপালগঞ্জ প্রতিনিধি : জেলা ও উপজেলা প্রশাসনের ৩য় শ্রেণীর কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়ের দাবিতে এবং তদন্তের নামে সময় ক্ষেপন করার প্রতিবাদে গোপালগঞ্জে কর্মরত কর্মচারীরা প্রতিবাদ সভা করেছে।

আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে বাংলাদেশ কালেক্টর সহকারী সমিতি এ প্রতিবাদ সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি বাদল কৃষ্ণ বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এস এম লিয়াকত হোসেন, মো.আলী আকবর, মো. গিয়াস উদ্দিন প্রমুখ । সভায় ফরিদুপর অঞ্চলের গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়াতপুর, রাজবাড়ী ও ফরিদপুর জেলার জেলা ও উপজেলা প্রশাসনের ৩য় শ্রেণীর কর্মচারীরা অংশ নেন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ থাকা সত্ত্বেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মতি প্রদান না করে একটির পর একটি তদন্ত দিয়ে বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের ৩য় শ্রেণীর কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করণ সংক্রান্ত দাবি বাস্তবায়নে দীর্ঘ ৬ মাস ধরে সময় ক্ষেপন করছে। তারা দ্রুত দাবি বাস্তবায়ণ করা দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন।
প্রতিবাদ সভাশেষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ৫ দফা আন্দোলনের কর্মসূচী ঘোষণা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ হাফিজুর রহমান। কর্মসূচী মধ্যে রয়েছে ১, ২ ও ৩ জুন এক ঘন্টা, ৫, ৮, ও ৯ জুন দুই ঘন্টা, ১০, ১১ ও ১২ জুন ৩ ঘন্টা, ২৫ জুন পূর্ণ দিবস কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ এবং ২১ জুন জাতীয় প্রেসক্লাবের সমানে মানববন্ধন কর্মসূচী পালন করার ঘোষণা দেন।
(এমএইচএম/এএস/মে ২৪, ২০১৪)



পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test