E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় ৮টি চিংড়ি ঘেরে বিষ প্রয়োগ

২০১৫ সেপ্টেম্বর ১৪ ১৬:৩১:৫৭
লোহাগড়ায় ৮টি চিংড়ি ঘেরে বিষ প্রয়োগ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউপি’র কুমড়ি গ্রামে আটটি চিংড়ি ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার মাছের ক্ষতি সাধিত হয়েছে।

রবিবার গভীর রাতে ওই ঘেরগুলোয় বিষ প্রয়োগ করা হলে সোমবার সকালে মাছগুলো মরে ভেসে উঠে। মরা মাছ সংগ্রহ করার জন্য ওই এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন ঘের এলাকায় ভীড় করে।

ঘেরের মালিক কুমড়ি গ্রামের খায়েরুজ্জামান খায়ের সাংবাদিকদের জানান, কুমড়ী গ্রামের পশ্চিম পাড়ায় গত ২৩ আগষ্ট বিকালে দিঘলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান পলাশের শর্টগানের গুলিতে সৈয়দ ইলিয়াস আলী নিহত হয়। হত্যা মামলার প্রধান আসামী পলাশের নেতৃত্বে হিলু, তুহিন, মুক্তসহ ১০/১২ জন দুর্বৃত্ত সোমবার ভোর রাতে পাশ্ববর্তী চাঁচুড়ী-পুর“লিয়া এলাকা থেকে নৌকায় করে এসে ঘের এলাকায় পৌঁছালে ঘের মালিক খায়েরের ছোট ভাই শফিকুল ইসলাম বাবুসহ অন্যান্য পাহারাদাররা তাদের প্রতিরোধ করার চেষ্ঠা করে। এ সময় দুর্বৃত্তরা তিন রাউন্ড ফাঁকা গুলি করলে বাবুসহ পাহারাদাররা প্রাণ ভয়ে সরে পড়ে। পরে দুর্বৃত্তরা ভারতীয় থায়োডিনের ৫ লিটারের ৩টি ক্যানে আনা বিষ ঘেরে প্রয়োগ করে পালিয়ে যায়। এতে প্রায় দেড় কোটি টাকার চিংড়ি মাছের ক্ষতি হয়েছে। গতকাল সোমবার সকালে ঘেরের মরা চিংড়ি ও সাদা মাছ ভেসে ওঠে।

ঘেরের মালিক খায়েরুজ্জামান খায়ের কান্না জড়িত কন্ঠে আরো জানান, ৪৫ একর জমির ওপর আটটি ঘেরে গলদা চিংড়ির চাষ করেছিলেন। গত তিন মাসে ঘের গুলোতে মাছের খাবার বাবদ ৩৫ লাখ টাকা লক্ষ টাকা ব্যয় করা হয়েছে।

দিঘলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, হত্যাকান্ডের পর থেকেই আমিসহ আমার সমর্থকরা পলাতক থাকায় ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ হাস্যকর।

এ ব্যাপারে ওই এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্পে কর্মরত লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নিমাই চন্দ্র মন্ডল বলেন, চিংড়িঘেরে বিষ প্রয়োগের ঘটনায় প্রকৃত জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান ঘেরে বিষ প্রয়োগের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘের এলাকা পরিদর্শন করে আলামত হিসেবে মাছ ও খালি বিষের ক্যান উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে উপজেলার কুমড়ী গ্রামের পশ্চিম পাড়ায় দিঘলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ সমর্থিত লোকজনদের সাথে একই পাড়ার বনি শেখ সমর্থিত লোকজনদের মধ্যে বিরোধের জের ধরে গত ২৩ আগষ্ট বিকালে পলাশের লাইসেন্সকৃত শর্টগানের গুলিতে সৈদয় ইলিয়াস আলী নিহত হয়। হত্যাকান্ডের ঘটনায় গত ২৬ আগষ্ট নিহতে ছোট ভাই সৈয়দ হেদায়েত আলী বাদী হয়ে চেয়ারম্যান পলাশকে প্রধান আসামী করে ৫০ জনের নামে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

(আরএম/এলপিবি/সেপ্টেম্বর ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test