E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী পুলিশ ক্যাম্প শিক্ষা কার্যক্রম ব্যাহত

২০১৫ সেপ্টেম্বর ১৪ ১৮:১৫:১৭
প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী পুলিশ ক্যাম্প শিক্ষা কার্যক্রম ব্যাহত

মদন (নেত্রকোণা) প্রতিনিধি: প্রথম শ্রেণিতে দুই জন অন্যান্য শ্রেণিতে শিক্ষার্থী শূন্য। এমনি চিত্র দেখা গেল সোমবার সকাল ১১.০০ টায় নেত্রকোণার মদন উপজেলার দড়িবিন্নি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।

শিক্ষক, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এই গ্রামে সম্প্রতি তিনটি হত্যা কান্ড সংগঠিত হয়। এরই জের ধরে গ্রামের এক পক্ষের ৭০টি পরিবার স্বপরিবারে গ্রাম ছাড়া হয়েছে। বিদ্যালয়ের একটি কক্ষে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। গ্রামের পরিবেশ অস্থিতিশীল থাকায় অপর পক্ষের লোকজনও আতঙ্কের মাঝে জীবন-যাপন করছে। এতে শিক্ষার পরিবেশ একেবারে ভেঙ্গে পড়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজাহারুল ইসলাম জানান, শিক্ষকগণ বিদ্যালয়ে নিয়মিত আসলেও হত্যা কান্ডের জেরে শিক্ষার্থীর উপস্থিতি কম থাকায় শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নান্টু মিয়া জানান, হত্যা কান্ডের কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করায় শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে।

এই গ্রামের মাহবুব মাস্টার জানান, হত্যা কান্ডের পর আমাদের ৭০টি পরিবার গ্রাম ছাড়া হলে এলাকায় পুলিশ থাকার পরও ঘরের আসবাবপত্র চালের টিন দরজা-জানালাসহ যাবতীয় মালামাল প্রতিপক্ষ লুটপাট করে নিয়ে যাওয়ায় সহসা এই পরিবারের লোকজন বাড়িতে ফিরতে পারছে না। ফলে বিদ্যালয়ে শিক্ষার্থী শূন্য হয়ে পড়েছে।

মদন উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমফতাব উদ্দিন শিক্ষার্থী শূন্যতার সত্যতা স্বীকার করে বলেন, গ্রামে তিনটি হত্যা কান্ড সংগঠিত হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে কর্মরত তিনজন শিক্ষক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালাছে।

(টিবি/এলপিবি/সেপ্টেম্বর ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test