E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রামগঞ্জে স্বামীর লাথিতে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

২০১৫ সেপ্টেম্বর ১৫ ১৫:২৭:৩২
রামগঞ্জে স্বামীর লাথিতে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি: সোমবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জে পাষন্ড এক স্বামী শাহিন আলমের লাথিতে স্ত্রী শাহিনুর বেগমের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় ইউপি মেম্বার ফারুক হোসেন মরিয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর ফতেহপুর গ্রামে।

ঘটনার পর থেকে স্বামী শাহিন আলম ও ভাসুর রাসেদ আলম বাড়ী ছেড়ে আত্মগোপনে রয়েছে। পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে।

স্থানীয় সুত্রে জানায়, সোমবার বিকেলে পারিবারিক বিষয়ে মামলা মোকাদ্দমা নিয়ে বাক-বিতন্ডের এক পর্যায়ে স্বামী শাহিন আলম তার স্ত্রী শাহিনুর বেগমের পেটে ৩-৪টি লাথি মারে। এতে শাহিনুর বেগম অজ্ঞান হয়ে যায়। এ সুযোগে স্বামী শাহিন আলম ও ভাসুর রাসেদ আলম শাহিনুর বেগমকে বাড়ীর পুকুরের পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করে। বাড়ির লোকজনের কাছে খবর পেয়ে ওই দিন সন্ধ্যায় দিকে শাহিনুরের স্বজনেরা তাকে উদ্ধার করে সরকারি হাসপাতালে ভর্তি করে। শাহিনুরের অবস্থার উন্নতি না হওয়ায় রাত সাড়ে ১২টার দিকে দায়িত্বরত ডাক্তার নাসির উদ্দিন শুভ নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পরে নোয়াখালী নেওয়ার প্রস্তুতি কালে রাত ২টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় সকালে ইউপি মেম্বার ফারুক হোসেনের নেতৃত্বে লাশ তড়িগড়ি করে দাফনের চেষ্টা কালে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত শাহিনুর বেগমের বাবা সিরাজ উল্যাহ বলেন, মেয়েকে পিটিয়ে ও লাথি মেরে আহত করে বাড়ীর পুকুরের পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা তার স্বামী ও ভাসুর। স্থানীয় মেম্বার ফারুক হোসেনসহ তার মেয়ে স্বামী ও ভাসুরের নানা ভাবে ভয়ভীতি প্রর্দশন করায় আইনের আশ্রয় নিতে পারছি না।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তোতা মিয়া বলেন, দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনেরা এজাহার দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্বামী ও ভাসুর বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছে। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

(এমআরএস/এলপিবি/সেপ্টেম্বর ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test