E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২ মাসে নওগাঁ জেলায় সরকারের ৮ কোটি টাকার রাজস্ব আদায়

২০১৫ সেপ্টেম্বর ১৫ ১৭:০২:২৩
২ মাসে নওগাঁ জেলায় সরকারের ৮ কোটি টাকার রাজস্ব আদায়

নওগাঁ প্রতিনিধি : গত ১৫ জুলাই থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দুই মাসে মোটর সাইকেলের কাগজপত্র চেকিংয়ে নওগাঁ জেলায় ৮ কোটি ৬২ হাজার ৪শ’৭০ টাকা সরকারের রাজস্ব আদায় হযেছে। আর এই টাকা মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন ফি বাবদ আদায় হয়েছে। পুলিশী তৎপরতার কারণে জেলায় রেজিষ্ট্রেশনবিহীন ২হাজার ৩৯টি মোটরসাইকেল রেজিষ্ট্রেশনের আওতায় এসেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ লাইনস ড্রিল শেডে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোঃ মোজাম্মের হক পিপিএম সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন। লিখিত বক্তব্যে পুলিশ সুপার বলেন, গত ৩ জুন তিনি এ জেলায় যোগদানের পর মাদক বিরোধী অভিযানে জিরো টলারেন্স ঘোষণা করেন।

এর অংশ হিসেবে গত ১০০দিনে জেলায় ৫৮৫টি মাদক সংক্রান্ত মামলা রুজুসহ ৬৮৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সেইসঙ্গে ৪হাজার ৭শ’২৯ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১ কেজি ৪শ’ ৪২গ্রাম হেরোইন, ৫১ কেজি ৫৫৬ গ্রাম গাঁজা, ৪ হাজার ১৭ লিটার চোলাইমদ ও উপকরন, ২হাজার ৭শ’ ৭৬ পিচ ইয়াবা, ১ হাজার ১শ’ ২২ পিচ এ্যাম্পল এবং ২৭ বোতল ভারতীয় মদসহ বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
জবাবদিহিতামূলক পুলিশী ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে জেলায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোড়দার করা হয়েছে।

এছাড়া সংবাদকর্মীসহ সকল শ্রেণীপেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করে সন্ত্রাস ও মাদকমুক্ত সু-শৃঙ্খল এবং গনমুখী সমাজ ব্যবস্থা নিশ্চিত কল্পে সকলের কার্যকরী সহযোগীতা কামনা করেছেন তিনি।

জেলা পুলিশের সকল সদস্যের মাঝে চেইন অব কমান্ড বা শৃঙ্খলা নিশ্চিত করে ইতোমধ্যেই শৃঙ্খলা ভঙ্গে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। পুলিশ সদস্যদের দূর্ণীতি ও অবৈধ লেনদেন বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহন করেছেন এসপি। ইতোমধ্যেই জেলার প্রতিটি থানায় জিডি বা মামলা করতে আসা সব রকম অবৈধ লেনদেন তথা সাধারন মানুষকে হয়রানী পুরোপুরী বন্ধ করে দেয়া হয়েছে।

এসব ব্যাপারে কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও এসপি দাবি করেন। তিনি জেলায় যোগদানের পর জেলার প্রতিটি থানায় নারী ও শিশু ডেস্ক খোলা হয়েছে। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ওয়ানষ্টপ সেন্টার চালু করা হয়েছে। বিশেষ করে চিকিৎসা ও জরুরী কাজে বিদেশগামী লোকজনকে ১দিনের মধ্যেই পুলিশ ক্লিয়ারেন্স দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও এসপি জেলার বন্যাকবলিত মানুষের মাঝে চাল, ডাল পাউরুটি বিতরণ করে সমাজসেবা কাজেও উল্লেখযোগ্য ভূমিকা রেখে মানুষতে তাক লাগিয়ে দিয়েছেন। মৎস্য অবমুক্তকরন এবং বৃক্ষরোপনেও জেলা পুলিশের অবদান বেশ উল্লেখযোগ্য।

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ইনসার্ভিস ট্রেনিং সেন্টার) মোঃ কাজেম উদ্দিন, সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাই লাল সরকার, পত্নীতলা সার্কেলের সিনিয়ার সহকারী পুলিশ সুপার মোঃ ইয়াছিন আলী ও জেলা অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

(বিএম/এএস/সেপ্টেম্বর ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test